X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর: জরিপ

বিদেশ ডেস্ক
২২ মে ২০২১, ১৩:২৯আপডেট : ২২ মে ২০২১, ১৩:২৯
image

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ লক্ষণযুক্ত কোভিড-১৯ সংক্রমণ থেকে ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। প্রথমবারের মতো বাস্তব তথ্যের ভিত্তিতে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) করা এক জরিপে উঠে এসেছে এই তথ্য।

প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে কত মানুষের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ঠেকানো গেছে তা বিশ্লেষণ করতেই কোভিড-১৯ ভ্যাকসিন সার্ভিলেন্স রিপোর্ট প্রস্তুত করেছে পিএইচই। এর আগে শুধুমাত্র প্রথম ডোজ টিকা নেওয়ার পর তার প্রভাব পর্যালোচনা করা হয়। এখন দেশটির বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়ে ফেলায় বাস্তব তথ্যের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়েছে।

পিএইচই বলেছে, ‘নতুন জরিপে প্রথমবারের মতো দেখা যাচ্ছে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ভ্যাকসিন রোগের লক্ষণযুক্ত সংক্রমণ থেকে প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।’ অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউটও উৎপাদন করছে। তারা এই ভ্যাকসিনের নাম দিয়েছে কোভিশিল্ড।

টিকাদান কর্মসূচির ব্যাপক সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। পিএইচই বলছে, টিকাদানের কারণে ৬০ বছরের বেশি বয়সী ১৩ হাজার মানুষের মৃত্যু ঠেকানো গেছে। এছাড়া ৭০ থেকে ৭৯ বছর বয়সী এক হাজার ছয়শ’ এবং ৮০ বছর বা তার চেয়ে বেশি বয়সী ১১ হাজার একশ’ মানুষের মৃত্যু ঠেকানো গেছে বলেও জানিয়েছে পিএইচই।

যুক্তরাজ্যের টিকাদান বিষয়ক মন্ত্রী নাদিম জাহাউয়ি বলেন, ‘নতুন তথ্যে উভয় ডোজ ভ্যাকসিনের অসামান্য প্রভাব প্রতিফলিত হয়েছে। অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে।’ তিনি বলেন, এই ভাইরাসকে পরাজিত করতে জীবন রক্ষাকারী ভ্যাকসিনের চেয়ে ভালো কোনও অস্ত্র নেই।

/জেজে/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট