X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৮ দিনে ঢাকায় ফিরেছেন ৭১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ০০:৩৩আপডেট : ২৪ মে ২০২১, ০০:৩৩

ঈদের ছুটির পর গত ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত রাজধানীতে ফিরেছেন প্রায় ৭১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী। আরও  ৩০ লাখের মতো মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকার বাইরে রয়ে গেছেন বলেন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রবিবার (২৩ মে) রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে রাজধানী ছেড়েছেন এক কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী।’ 

তিনি বলেন, ‘ঢাকায় মানুষ ফিরতে শুরু করেছে, আর অপরদিকে করোনায় মৃত্যুর হারও বাড়তে শুরু করেছে। আমার ধারণা, যারা ঢাকার বাইরে গেছেন, তারা ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবেন। শিগগিরই বোঝা যাবে তারা কী নিয়ে এলেন।’

মোস্তাফা জব্বার রবিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।  তিনি লিখেছেন, ‘ঢাকা থেকে বাইরে যাওয়া প্রায় এক কোটি সিমের মাঝে প্রায় ৭১ লাখ ফিরে এসেছে।  এখন আস্তে আস্তে বোঝা যাবে, তারা কী নিয়ে ঢাকায় ফিরলো।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পোস্ট থেকে জানা যায়, গত ৮ দিনে রাজধানীতে ফিরেছেন ৭০ লাখ ৮০ হাজার ৭৫১ জন মোবাইল ফোন ব্যবহারকারী। এরমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ লাখ ৪৯ হাজার ৯৯৬, বাংলা লিংকের ২০ লাখ ৯২ হাজার ৮৬৫ জন, রবির ১২ লাখ ৬৭ হাজার ৯৩৪ জন ও টেলিটকের ৩ লাখ ৬৯ হাজার ৯৫৩ ব্যবহারকারী রয়েছেন।

জানা যায়, এ সবই ইউনিক ব্যবহারকারী।  যারা একাধিক সিম ব্যবহার করেছেন তাদেরকে একটি সিম হিসেবে এই সংখ্যা নির্ণয় করা হয়েছে। সিম ব্যবহারকারীর সঙ্গে যারা ছিলেন, তাদের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ঈদের পরে ঢাকায় ফেরা মোট মানুষের সংখ্যা আরও বেশি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
এক মাসের ব্যবধানে ১১১টি মোবাইল ফোন উদ্ধার
কয়েক সেকেন্ডে পাল্টে ফেলা হয় ছিনতাই করা মোবাইলের আইএমইআই
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!