ভোলার চরফ্যাশনের চরনলুয়া গ্রামের শিকারি চক্রের কবল থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১২টায় হরিণটি উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র পালিয়ে যায়।
চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির উদ্দিন মিয়া এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড উপজেলার নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জবাই করা একটি হরিণ উদ্ধার করে। হরিণটির ওজন ৪২ কেজি। উদ্ধার হওয়া হরিণটি চরমানিকা ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেস্ট অফিস শুক্রবার (২৮ মে) জবাইকৃত হরিণটি আদালতে সোপর্দ করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন ফরেস্ট অফিসার।