X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুরস্কার বিতরণী মঞ্চে কী বললেন মুশফিক?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ২৩:৩৪আপডেট : ২৮ মে ২০২১, ২৩:৪০

২০০৫ সালে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু মুশফিকুর রহিমের। বয়স যত এগিয়ে যাচ্ছে, মুশফিক ততোটাই নির্ভরযোগ্য হয়ে উঠছেন। বাংলাদেশ প্রথমবার শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে এই মুশফিকের ব্যাটে চড়েই। প্রথম দুই ম্যাচে সফল মুশফিক, সফল বাংলাদেশও। শেষ ম্যাচে মুশফিক ব্যর্থ, ফলাফল হার মানতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু ৩ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে ২৩৭ রান নিয়ে সিরিজসেরা হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যানই। এর পর পুরস্কার বিতরণী মঞ্চে উঠে বলেছেন, ‘১৫ বছর কাটিয়ে ফেলার পর দলে অবদান রাখাটা জরুরি।’

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিক। সব ফরম্যাটে দলের আস্থার প্রতীক তিনি। বিশেষ করে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেলেই জ্বলে উঠেন। ১৫ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫.৩৪ গড়ে মুশফিকের ১ হাজার ৪৩ রানই বলে দেয় সেই কথা। তাহলে কী মুশফিকের কাছে লঙ্কানরা প্রতিপক্ষ হিসেবে দুর্বল? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘আসলে বিষয়টা তা না। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর খেলার পর, আপনাকে দলে অনেক বেশি অবদান রাখতে হবে। আমি সেই জায়গা থেকেই চেষ্টা করছি। ভাগ্যক্রমে আমি শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ভালো করছি। কিন্তু তারা সহজ কোনও প্রতিপক্ষ নয়। আমি যেভাবে খেলছি, তাতে করে অনেক খুশি। আগামীতেও যখন সুযোগ পাবো, চেষ্টা করবো আমার সেরা ক্রিকেটই খেলতে।’

চাপের মুখেই সবচেয়ে দারুণ ক্রিকেট খেলেন মুশফিক। শেষ ম্যাচে না পারলেও প্রথম দুই ম্যাচে চাপের মাঝেই বড় ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। তাহলে নিশ্চয়ই মুশফিক চাপটাও উপভোগ করেন? ৩৪ বছর বয়সী মুশফিক অবশ্য এ কথার দ্বিমত করলেন না, ‘সত্যিই আমি চাপ উপভোগ করি। দল যখন চাপে থাকে এবং আমার ওপর প্রত্যাশা বেশি থাকে, তখন আমি চাপটাকে মানিয়ে নিতে পারি। আর এটা পারি বলেই হয়তো ব্যাটে রান আসে। আমি এই চাপ উপভোগ করি সব সময়। ’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!