X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

একটি গ্রুপের দুই-চারটি মিডিয়া বেছে বেছে সরকারের বিরুদ্ধে লিখছে: নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মে ২০২১, ০৮:৫৫আপডেট : ২৯ মে ২০২১, ০৮:৫৫

একটি শিল্প পরিবারের মালিকানাধীন দুই-চারটি মিডিয়া বেছে বেছে সরকারের বিরুদ্ধে লিখে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘একটি সুনির্দিষ্ট শিল্প পরিবারের মালিকানাধীন দুইটা-চারটা মিডিয়া আছে। তারা বেছে বেছে সরকারের বিরুদ্ধে প্রতিদিন লিখে বেড়ায়। আপনারা সঠিক সমালোচনা করুন, সৃষ্টিশীল সমালোচনা করুন, গঠনমূলক কথা বলুন।’

শুক্রবার (২৮ মে) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পালস অক্সিমিটার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থা দেখুন। বাংলাদেশের গড় আয়ু ৭২ দশমিক ৫ বছর। আর ভারতের গড় আয়ু ৬৯ বছর। অর্থাৎ আমাদের দেশে দুই তিন বছর বেশি বাঁচে মানুষ। শেখ হাসিনার সরকার না হলে এই বেশি বাঁচা হতো না। এই গোষ্ঠীটা এগুলো দেখে না। এই গোষ্ঠীটা গোপনে কাদের সঙ্গে আঁতাত করে সেটি শেখ হাসিনা সরকার জানে। তারা এই দেশে ভ্যাকসিন আসুক তা চায় না।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে আমরা কোথায় কী হচ্ছে সেটি জানতে পারি। আমরা এ ধরনের সাংবাদিকতাকে উৎসাহিত করি। কারণ রিপোর্ট না করলে তো আমরা ব্যবস্থা নিতে পারবো না। কিন্তু পরিকল্পিতভাবে যখন আমি নিজে সরকারের বিরুদ্ধে লিখি, তখন তো আমি আমার কন্যা, স্বামী, স্ত্রীকে কন্ট্রাকটারি দেওয়ার জন্য লিখবো। নিজে শত শত কোটি টাকা আয় করবো। তখন এগুলো সাংবাদিকতা হয় না। তখন আমরা এগুলোকে বলবো, হুমকি দান। কিন্তু এগুলো সবাই করে না।’

জিয়াউর রহমানকে খলনায়ক উল্লেখ করে নওফেল বলেন, ‘তিনি মুক্তিযুদ্ধে অপরিসীম অবদানকারী অসংখ্য সেনা, বিমান, নৌ কর্মকর্তা-সদস্য এবং আমলাদের বেঁচে বেঁচে হত্যা করে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে চেয়েছিলেন। কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুর একটি ডাকে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সেই মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে হবে। আমরা যারা মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম তাদেরও দায়িত্ব কর্তব্য আছে। আপনারা যেই আদর্শ, নিয়ম নীতি উদ্দেশ্যকে সামনে রেখে যুদ্ধ করেছেন; এটা স্বীকার করতেই হবে আমাদের পরবর্তী প্রজন্ম অনেকাংশে সেটি ধারণ করতে পারছে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম এবং যারা আমাদের সমবয়সী আছেন, তাদের মুক্তিযুদ্ধের এই সব বিষয়ে শেখাতে হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭২ সাল থেকে মব কালচার চলছে: জামায়াত আমির
৭২ সাল থেকে মব কালচার চলছে: জামায়াত আমির
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব