X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ডেল্টা প্ল্যান-২১০০

‘কৌশলগুলোর বাস্তবায়ন কঠিন হবে না’

শফিকুল ইসলাম
৩০ মে ২০২১, ০৯:০০আপডেট : ৩১ মে ২০২১, ০৪:৫৪

নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা ‘ডেল্টা প্ল্যান-২১০০’কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে আলোচিত ‘ডেল্টা প্ল্যান-২১০০’তে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অধিকতর গুরুত্ব দিয়েছে পরিকল্পনা কমিশন। কমিশন বলেছে, টেকসই ভূমি ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন।

একশ বছরের ডেল্টা প্ল্যানে টেকসই ভূমি ব্যবহার, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের পরিকল্পনার কৌশল ও কার্যক্রমে যা যা বলা হয়েছে-

ভূমি ব্যবহার কৌশল

১। বালুমহাল এবং পলি বা ড্রেজিং থেকে পাওয়া মাটি বা বালু ব্যবস্থাপনা বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।

২। টেকসই খাদ্যশস্য উৎপাদনে বন্যা বা নদীর ভাঙন থেকে কৃষিজমি সংরক্ষণ করতে হবে।

৩। লবণাক্ততার অনুপ্রবেশ এবং মরুকরণ প্রতিরোধ করতে হবে।

৪। মেঘনার মোহনায় জেগে ওঠা ভূমির সঠিক ব্যবস্থাপনা করতে হবে।

৫। কৃষি বা অকৃষি জমি বাড়ানোর জন্য টেকসই উপকূলীয় ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে হবে।

৬। ডিজিটাল ভূমি সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করতে হবে।

৭। ভূমি প্রশাসনের দক্ষতা বাড়াতে পলি জমে গড়ে ওঠা ভূমি এবং নদী শিকস্থ সম্পর্কিত আইন বা বিধিগুলো হালনাগাদ করতে হবে। 

৮। ল্যান্ড জোনিংয়ের প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করতে হবে। 

৯। ভূমি ব্যবস্থাপনার জন্য জলবায়ু পরিবর্তনে অভিযোজন সক্ষমতা বাড়াতে হবে।

১০। নগরায়নের জন্য স্থানীয় ভূমি ব্যবহারের সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে।

১১। ভূমি ব্যবহারে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে।

১২। স্থানিক পরিকল্পনা এবং ভূমি সম্পদ ব্যবস্থাপনা আইন প্রণয়ন করতে হবে।

১৩। ভূমি স্থিতিশীল করতে উপকূলীয় অঞ্চলে বনায়ন বাড়াতে হবে।

১৪। মাটির গুণ বজায় রাখা এবং ভূমির ক্ষয়ক্ষতি রোধ করতে হবে।

১৫। ভূমি রক্ষায় উপকূলীয় পানিসম্পদ অবকাঠামোগুলোর সমন্বিত ব্যবস্থাপনা দরকার। 

কৃষি বিষয়ক কৌশল

১। কৃষি উৎপাদন ব্যবস্থার ঘাতসহিষ্ণুতা বাড়াতে হবে।

২। কৃষি উৎপাদন ও জীবিকার মধ্যে বৈচিত্র্য আনতে হবে।

৩। কৃষি জমি থেকে গ্রিনহাউস নিঃসরণ কমাতে হবে।

৪। বৃহাদায়তন বাণিজ্যিক খামার স্থাপনে উৎসাহ দিতে হবে।

৫। মাছ ও উদ্ভিদের সমন্বিত চাষে জলোপযোগী পদ্ধতির প্রবর্তন করতে হবে।

৬। কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ, বণ্টন এবং প্যাকেজিংয়ে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

৭। নির্ভুল কৃষি মডেল চালু করতে হবে।

৮। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে উন্নত খামার এবং প্রযুক্তির ব্যবহার করতে হবে।

৯। উদ্ভিদ, বন্যপ্রাণী, মৎস্য ও পরিযায়ী পাখির জন্য বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ফলদ বৃক্ষরোপণ কার্যক্রম উৎসাহিত করতে হবে।

‘কৌশলগুলোর বাস্তবায়ন কঠিন হবে না’ কৃষি বিষয়ক কার্যক্রম

সরকারের শতবর্ষী ডেল্টা প্ল্যানে কৃষি বিষয়ক কার্যক্রমে বলা হয়েছে-

১। জলবায়ু পরিবর্তন অভিঘাতকে অন্তর্ভুক্ত করে কৃষিখাতের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

২। ঘূর্ণিঝড়প্রবণ এলাকার জন্য সমন্বিত চাষাবাদ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। কৃষিপণ্য উৎপাদন ব্যবস্থায় ক্ষুদ্র সেচ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার এবং পানি সঞ্চয়ী আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে।

৪। পার্বত্য চট্টগ্রামে জীবন জীবিকার জন্য উন্নততর চাষাবাদ ব্যবস্থার প্রবর্তন করতে হবে।

৫। খরা ও বন্যাসহিষ্ণু জাত উদ্ভাবনে গবেষণা কার্যক্রম গ্রহণ করতে হবে।

৬। চাষাবাদে পানির ব্যবহারে দক্ষতা অর্জনের জন্য স্বয়ংক্রিয় পরিবীক্ষণ ব্যবস্থার প্রবর্তন করতে হবে।

৭। সেচে কম পানির প্রয়োজন হয়, এমন শস্য চাষে উৎসাহিত করতে হবে।

৮। সেচ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহারে উৎসাহ দিতে হবে।

মৎস্যসম্পদ উন্নয়ন বিষয়ক কৌশল

সরকারের শতবর্ষী ডেল্টা প্ল্যানে মৎস্য সম্পদ বিষয়ক কৌশলে বলা হয়েছে-

১। শুধু ধান নয়, মাছ চাষের জন্য হাওর অঞ্চলে জলাভূমি ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে।

২। দীর্ঘমেয়াদী মাছের প্রাপ্যতা নিশ্চিত করতে জীববৈচিত্র্য বজায় রাখতে হবে।

৩। সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

‘কৌশলগুলোর বাস্তবায়ন কঠিন হবে না’ ডেল্টা প্ল্যানে মৎস্য সম্পদ উন্নয়ন বিষয়ক কৌশল বাস্তবায়নে নেওয়া কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে-

১। স্বাদু পানি ও উপকূলীয় অঞ্চলে মাছ চাষ, সামুদ্রিক মাছ চাষ, এবং চিংড়ি চাষে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ক্ষতি সম্পর্কে গবষণার উদ্যোগ নিতে হবে।

২। গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে অভিযোজন ব্যবস্থা অবলম্বন করতে হবে।

৩। মৎস্য সম্পদ জরিপের জন্য আধুনিক যান সংগ্রহ করতে হবে।

৪। সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে সর্বোচ্চ আহরণ মাত্রা এবং টেকসই উৎপাদন বিষয়ে জরিপ এবং মজুত ম্যাপ তৈরি করতে হবে।

৫। জলবায়ু পরিবর্তন-সহিষ্ণু মৎস্য সম্পদ প্রজাতির উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে।

ডেল্টা প্ল্যানে প্রাণিসম্পদ উন্নয়ক বিষয়ক কৌশলে বলা হয়েছে, জলবায়ু সহিষ্ণু পশুপাখির জাত উদ্ভাবন ও পালন বাড়াতে হবে। 

একইসঙ্গে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক কৌশল বাস্তবায়নে কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে-

১। প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিসমূহের মূল্যায়ন, অভিযোজন পদ্ধতি অবলম্বন ও কৃষকদের মাঝে তা সম্প্রসারণ করতে হবে।

২। ভেটেরিনারি সেবা সম্প্রসারণ করতে হবে।

৩। ঘাতসহিষ্ণু প্রজাতির প্রবর্তন করতে হবে।   

৪। গবাদিপশু মোটাতাজাকরণ এবং বাণিজ্যিক পশু খামার স্থাপনে প্রণোদনা প্রদানের ব্যবস্থা করতে হবে।

৫। উচ্চফলনশীল এবং শুষ্ক মৌসুমে উৎপাদন করা যায় এমন পশুখাদ্য বা ঘাস উৎপাদনে গবেষণা বাড়াতে হবে। প্রয়োজনে প্রণোদনাও রাখতে হবে।   

উল্লেখ্য, ডেল্টা প্ল্যানে ছয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে- বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পনি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন।

এরইমধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’। ২০২০ সালের ১ জুলাই ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের পরিকল্পনামন্ত্রীকে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।

ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলে সদস্য হিসেবে রয়েছেন কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বা প্রতিমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রী বা প্রতিমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বা প্রতিমন্ত্রী। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যকে এই কাউন্সিলের সদস্য সচিব করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী ও ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এম এ মান্নান জানিয়েছেন, একশ বছরের ডেল্টা প্ল্যানে ভূমি ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে যেসব সুপারিশ করা হয়েছে এবং যেসব কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তাব রাখা হয়েছে সেগুলো ব্যয়বহুল নয়। তাই এসব সুপারিশ বাস্তবায়ন কঠিন হবে না। এর বাইরেও এই প্ল্যান বাস্তবায়নে অর্থায়নের বিষয়টিও পরিষ্কার করে বলা আছে। আশা করছি এটিও সহজে বাস্তবায়নযোগ্য।

/এফএ/ইউআই/
সম্পর্কিত
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উন্নয়ন অংশীদারদের সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেলটা প্ল্যান বাস্তবায়নে অর্থের যোগান নিশ্চিত নয়
ডেল্টা প্ল্যান-২১০০বাস্তবায়ন না হলে ক্ষতির মুখে পড়বে সামষ্টিক অর্থনীতি
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!