X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এগিয়ে আসছে মৌসুমি বায়ু, ঢাকায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ০৯:৩৮আপডেট : ০৬ জুন ২০২১, ১৬:০৬

মৌসুমি বায়ু এখন মিয়ানমারের ইয়াংগুনে অবস্থান করছে। এটি আজ-কালের মধ্যেই বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে পারে। এরপরই শুরু হবে বর্ষার বৃষ্টি। ঢাকায় গত ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, ১১১ মিলিমিটার।

এখন পশ্চিমা লঘুচাপের প্রভাবে এমনিতেই আকাশে ভারী মেঘ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও বেশি কোথাও কম। গতকাল প্রায় সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়ে গেছে, আজ ভোরেও বৃষ্টি হয়েছে ঢাকায়। এখনও আকাশ মেঘলা। যেকোনও সময় শুরু হতে পারে বৃষ্টি। মৌসুমি বায়ু আসার আগ পর্যন্ত এভাবেই থেমে থেমে সারা দেশেই বৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘এখন যে বৃষ্টি হচ্ছে তা মৌসুমি বায়ুর জন্য নয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে হচ্ছে। আজ-কালের মধ্যেই মৌসুমি বায়ু বাংলাদেশের টেকনাফ উপকূলে এসে পৌঁছাতে পারে। এরপর চট্টগ্রাম এলাকা দিয়ে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে, ১১৪ মিলিমিটার। এরপর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়, ১১১ মিলিমিটার। এছাড়া কুতুবদিয়ায় ৯৩, ফেনীতে ৬৫, মাদারীপুরে ৫২, সীতাকুণ্ড ও চট্টগ্রামে ৪৭,  ময়মনসিংহে ৪৫, দিনাজপুরে ৩৭, হাতিয়ায় ৩৪, মাইজদীকোটে ৩৬, শ্রীমঙ্গলে ৩১, নিকলিতে ৩০, পটুয়াখালীতে ২৭, রাঙ্গামাটিতে ২৫, কক্সবাজার ও কুমিল্লায় ২৪, টেকনাফে ১৯, ভোলায় ১১, ডিমলা, নেত্রকোনা ও টাঙ্গাইলে ১০, বদলগাছিতে ৬, সৈয়দপুরে ৫, ঈশ্বরদী ও সন্দ্বীপে ৪, বরিশালে ৩, খেপুপাড়া, রংপুর ও গোপালগঞ্জে ২, রাজারহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী ও চাঁদপুরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের ইয়াংগুন পর্যন্ত অগ্রসর হয়েছে। তা আরও এগিয়ে আসার জন্য আবহাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ,  চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর,  খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

 

  /এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক