X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নিজস্ব অপারেটিং সিস্টেমে নতুন ৭ ডিভাইস আনলো হুয়াওয়ে

প্রেস রিলিজ
০৭ জুন ২০২১, ২৩:১০আপডেট : ০৭ জুন ২০২১, ২৩:১০

করোনা মহামারি শুরু হওয়ার আগে আগে নিজেদের উদ্ভাবিত অপারেটিং সিস্টেম ‘হারমোনিওএস’ উন্মোচন করেছিল হুয়াওয়ে। এই অপারেটিং সিস্টেমের সবশেষ সংস্করণ ‘হারমোনিওএস-২’ ব্যবহার করে নতুন সাতটি ডিভাইস বাজারে আনলো প্রযুক্তি পণ্য ও সেবা প্রদানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ে। নতুন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে মেট ৪০ সিরিজ-এর নতুন সংস্করণ ও হুয়াওয়ে মেট এক্স২, হুয়াওয়ে ওয়াচ ৩ সিরিজ এবং হুয়াওয়ে মেটপ্যাড প্রো।

চীনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হুয়াওয়ে আরও উন্মোচন করেছে হুয়াওয়ে ফ্রিবাডস ৪, ওপেন-ফিট অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন (এএনসি) ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড, এবং দুইটি অত্যাধুনিক প্রযুক্তির মনিটর– হুয়াওয়ে মেটভিউ ও হুয়াওয়ে মেটভিউ জিটি।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক যাতে বিভিন্ন পরিস্থিতিতে একাধিক ডিভাইসে ঝামেলাহীনভাবে ইন্টেলিজেন্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারেন, সেজন্য হুয়াওয়ের প্রায় ১০০টি স্মার্টফোন ও ট্যাবলেটকে হারমোনিওএস-২ অপারেটিং সিস্টেমের আওতায় আনা হবে বলেও এই অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ৩’ সিরিজ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ভড গ্লাস স্ক্রিনযুক্ত ওয়াচটিতে রয়েছে ৩১৬এল স্টেইনলেস স্টিলের কেস। এতে আরও আছে অভিনব থ্রি-ডি রোটেটিং ক্রাউন, যা বিভিন্ন স্তরের চাপ অনুভবে সক্ষম এবং ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী তাকে হ্যাপটিক ফিডব্যাক প্রদান করতে পারে। আর নতুন হুয়াওয়ে মেটপ্যাড প্রো’তে রয়েছে ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওযুক্ত আকর্ষণীয় ১২ দশমিক ৬ ইঞ্চির ওএলইডি ফুলভিউ ডিসপ্লে, যা বর্তমান বাজারের সকল ট্যাবলেটের মধ্যে সর্বোচ্চ।

হুয়াওয়ে মেটাপ্যাড প্রো এর পাশাপাশি একইসাথে উন্মোচন করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের হুয়াওয়ে এম-পেন্সিল। এর সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ভুলভাবে কম সময়ে লেখার জন্য এই নতুন স্মার্ট পেন- এ প্লাটিনামের প্রলেপ দেয়া নিব ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ে এম-পেন্সিল ‘ফ্রি-স্ক্রিপ্ট’ কে সাপোর্ট করে, যা হাতের লেখাকে রিয়াল টাইমে ডিজিটাল লেখায় রূপান্তর করতে পারে।

‘হারমোনি ওএস’ মাল্টি ডিভাইস ইন্টার‍্যাকশনকে একটি ডিভাইস নিয়ন্ত্রণের মতো সহজ করে। এর মাধ্যমে অনেকগুলো ডিভাইস একসাথে চালানোর সময় একটি ডিভাইস চালনার মতোই সহজ মনে হয়। এই নতুন কন্ট্রোল প্যানেলটি 'ড্র্যাগ-অ্যান্ড-ইন্টিগ্রেট’ ফিচারের মাধ্যমে সহজ ও স্বয়ংক্রিয় সংযোগ তৈরি করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট ডিভাইসের সাথে একে সংযুক্ত করে নিতে পারেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হারমোনি ওএস ২’- এর নতুন ‘টাস্ক সেন্টার’ ফিচারের মাধ্যমে একটি ডিভাইসে অ্যাপ ইন্সটল করে বাকী ডিভাইসগুলোতে অ্যাপ ইন্সটল করা ছাড়াই সেই অ্যাপ দিয়ে সংযুক্ত থাকা সব ডিভাইসে কাজ করা যাবে। ব্যবহারকারীরা এই সেবাটি তাদের ইচ্ছামতো যে কোনও সময় যে কোনও জায়গা থেকে গ্রহণ করতে পারবেন।

হারমোনিওএস ২ ‘সাবলীলভাবে কাজ করে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারমোনি ওএস ২ মোবাইলগুলো ৩৬ মাস ব্যবহারের পরেও নতুন মোবাইলের গতির মতোই কাজ করে। এমনকি অল্প স্টোরেজ থাকা সত্ত্বেও এটি একই গতিতে ব্যবহার করা যায়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে