X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ছবি দেখে পানিবন্দি গ্রামে ছুটে গেলেন এমপি

হিলি প্রতিনিধি
০৮ জুন ২০২১, ২২:৪২আপডেট : ০৮ জুন ২০২১, ২২:৪২

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিকের তৎপরতায় পানিবন্দি জীবন থেকে মুক্তি পাচ্ছে দুই শতাধিক পরিবার।

গ্রামবাসীর পানিবন্দির ছবি ফেসবুকে পোস্ট করলে নজরে পড়ে এমপি শিবলী সাদিকের। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে পানিবন্দি দুটি গ্রাম পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে পানি দূর করতে ৫০ হাজার টাকা দেন তিনি।

জানা যায়, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের পাশ দিয়ে করতোয়া নদী প্রবাহিত হয়েছে। বর্ষা মৌসুমে এ গ্রামের পানি স্থানীয় দুলা মিয়ার আবাদি জমির ওপর দিয়ে গিয়ে করতোয়া নদীতে পড়তো। কয়েকদিন আগে আবাদি জমির মালিক দুলু মিয়া তার জমিতে পুকুর খনন করেন। পাশাপাশি উঁচু করে পুকুরের পাড় বেঁধে দেন।

ফলে গত এক সপ্তাহের ভারী বৃষ্টিতে শালিকাদহ গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। স্থানীয় এক ব্যক্তি পানিবন্দি ওই গ্রামের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো এমপি শিবলী সাদিকের নজরে এলে গ্রামটি পরিদর্শন করেন।

পরে খননকৃত পুকুরের চারপাশে দেওয়া পাড় সরিয়ে নিতে পুকুরের মালিককে অনুরোধ করেন। এমপির অনুরোধে পুকুরের মালিক বাঁধ সরিয়ে নিতে সম্মতি প্রকাশ করেন। বাঁধ সরিয়ে নেওয়ার খরচ বাবদ পুকুরের মালিককে ৫০ হাজার টাকা দেন এমপি।

স্থানীয় এক ব্যক্তি পানিবন্দি ওই গ্রামের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন

পানিবন্দি হয়ে থাকা কৃষক মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, পুকুর খননের কারণে হামার বাড়ির খুলিত (উঠোনে) পানি উঠিছে। অনেক দিন ধরে হামরা গ্রামের মানুষ পানিত হাবুডুবু খাওছি। পুকুরের মালিকক মেলা বার কছি হামাহেরে গ্রামের পানি বার হবার ব্যবস্থা করে দিবার। কিন্তু পুকুরআলা কথা শোনে না। আজ হামার এমপি আলছে হামার গ্রামত। পুকুরের মালিকেক টেকা দিলো। মালিক এখন পুকুরের পাড় সরাওছে। হামরা পানিমুক্ত হলাম।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ব্যক্তি মালিকানাধীন জমিতে পুকুর খনন এবং এর চারপাশে উঁচু করে পুকুরের পাড় নির্মাণ করায় বৃষ্টির পানিতে প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছিলো। ফেসবুকে ছবি দেখে আমি ওই গ্রামে গিয়েছিলাম। পুকুরের মালিককে টাকা দিয়েছি। তিনি কথা দিয়েছেন আজকে থেকেই পুকুরের পাড় সরানোর ব্যবস্থা করবেন। আর পুকুরের পাড়টি সরালেই শালিকাদহ গ্রাম থেকে পানি পার্শ্ববর্তী নদীতে গিয়ে পড়বে। ফলে দুই শতাধিক পরিবার পানিবন্দির হাত থেকে রক্ষা পাবে।

/এএম/
সম্পর্কিত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি