X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজের দাম আরও কমলো

হিলি প্রতিনিধি
১১ জুন ২০২১, ১২:২০আপডেট : ১১ জুন ২০২১, ১২:২০

আইপি জটিলতা কেটে যাওয়ায় হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এতে ধারাবাহিকভাব কমছে পেঁয়াজের দাম। প্রতি কেজিতে আরও ২ থেকে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে পঁয়াজ। আমদানি বাড়ার সঙ্গে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে বন্দর দিয়ে আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর ও বিভিন্ন আমানিকারকদের গুদাম ঘর ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগেও এসব জাতের প্রতি কেজি পেয়াজ ৩০ থেকে ৩২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩ জুন বন্দর দিয়ে চার ট্রাকে ৯৫ টন পেঁয়াজ আসে। ৫ জুন ৯ ট্রাকে আসে ২১৩ টন, ৭ জুন ১৫ ট্রাকে ৩৯৭ টন, ৮ জুন ২২ ট্রাকে ৫৮৫ টন, ৯ জুন ২৭ ট্রাকে ৭৪১ টন, ১০ জুন ৩৬ ট্রাকে এক হাজার ৩৫টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে বন্দর দিয়ে ১১৩ ট্রাকে তিন হাজার ৬৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরে পেয়াজ কিনতে আসা পাইকার ইসরাফিল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর থেকে পেঁয়াজ কিনে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করি। তবে দীর্ঘ একমাসের বেশি সময় ধরে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় আমরা একেবারে বসেছিলাম। সম্প্রতি আবারও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমার মতো দেশের বিভিন্ন স্থান থেকে আরও অনেক পাইকার এসেছেন পেঁয়াজ কিনতে। আর দাম আগের চেয়ে কম থাকায় কিনতেও যেমন সুবিধা হয়েছে, তেমনি মোকামে ভালো চাহিদা থাকায় ব্যবসাও ভালো হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) নিয়ে যে জটিলতা ছিল, ইতোমধ্যে তা কাটিয়ে উঠা গেছে। দেশের বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে সরকার নতুন করে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আইপি ইস্যু করায় হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে একমাসের বেশি সময় ধরে পেঁয়াজ আমদানি বন্ধের পর গত ৩ জুন থেকে আমদানি শুরু হয়েছে। আগে আমদানি না হওয়ায় বাজারে পণ্যটির সরবরাহ কমে গিয়েছিল। এতে দাম বেড়ে যায়। এখন সরবরাহ বাড়ায় অবস্থা স্থিতিশীল অবস্থায় ফিরতে শুরু করেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, শুধু ভারত থেকে নয়, মিয়ানমার থেকেও দেশে পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। একইভাবে দেশের বিভিন্ন স্থানে দেশীয় মোকামগুলোতে যে পেঁয়াজের স্টক করেছিলো ব্যবসায়ীরা, সেগুলো ছেড়ে দেওয়ায় দাম কমতে শুরু করেছে। সামনের দিনে আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আইপি শেষ হয়ে যাওয়ায় ২৯ এপ্রিল থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আমদানিকারকরা আইপি পাওয়ায় একমাসের বেশি সময় বন্ধের পর ৩ জুন থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথমের দিকে আমদানি কিছুটা কম থাকলেও, ধীরে ধীরে তা বাড়তে শুরু করেছে। এতে বন্দরের দৈনন্দিন আয় যেমন বেড়েছে, তেমনি বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও বেড়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
৫০ হাজার টন পেঁয়াজ আসবে ভারত থেকে
চার চালানে ভারত থেকে এলো এক হাজার মেট্রিক টন আলু
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!