X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় জুমার নামাজের বয়ান নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জুন ২০২১, ০২:০৭আপডেট : ১২ জুন ২০২১, ০২:০৭
image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জুমার নামাজের বয়ান নিয়ে বিতর্কের জের ধরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) জুমার নামাজের পর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপীনাথপুর গ্রামের হাজী ও ভূঁইয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পূর্ব-বিরোধের জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

শুক্রবার গোপীনাথপুর মসজিদে জুমার নামাজ চলাকালে খতিব মাদক ও সন্ত্রাসবিরোধী বয়ান রাখেন। এ নিয়ে নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূঁইয়া গোষ্ঠীর চুনু মিয়ার ছেলে শিপন মিয়ার সঙ্গে একই এলাকার হাজী গোষ্ঠীর রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই মধ্যে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে হাজী গোষ্ঠীর মোশারফ হোসেন (৪০), খায়ের মিয়া (৩৫), রশিদ মিয়া (৩০), সিরাজ মিয়া (৬০), রইস মিয়া (৬৫), বাহার মিয়া (৫৫), রশিদ মিয়া, জাবের হোসেন (৩৫); ভূঁইয়া গোষ্ঠীর শিপন (৪০), কামাল মিয়া (৫০), এমরান (৩০), হাবিবুল্লাহ (২৫), মরিয়ম (৩০) ও হোসনে আরা বেগমকে (৬৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হাজারি আঙ্গুর বলেন, সংঘর্ষের কথা শুনে খোঁজখবর নিয়েছি। ওই এলাকার ইউপি সদস্য (মেম্বার) বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। স্থানীয়ভাবে এটি সমাধান করে দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনও কোনও পক্ষ থানায় মামলা করেনি। এমনকি অভিযোগও দেয়নি।

/এএম/ /এফআর/
সম্পর্কিত
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
সর্বশেষ খবর
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!