X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাফ নদে নৌকাডুবি, শিশুসহ ৩ রোহিঙ্গার লাশ উদ্ধার 

টেকনাফ প্রতিনিধি 
১২ জুন ২০২১, ১৫:১৮আপডেট : ১২ জুন ২০২১, ১৫:২৮

নৌকাডুবিতে কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভিবাজার এলাকার নাফ নদের তীর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের সঙ্গে ইউএনএইচসিআর ত্রাণের কার্ড পাওয়া গেছে।

নিহতরা হলেন– উখিয়া বালুখালী ক্যাম্পের সমজিদা বেগম, তার মেয়ে নুর শহিদা ও রশিদা।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘তারা মিয়ানমারে যাচ্ছিলেন, নাকি সে দেশ থেকে আসছিলেন বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি। নৌকাতে কতজন রোহিঙ্গা ছিলেন সেটি খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানোর প্রস্তুতি চলছে।’

রোহিঙ্গাদের ভাষ্য মতে, সম্প্রতি একটি দালাল চক্রের মাধ্যমে নৌকায় বাংলাদেশ-মিয়ানমার যাতায়াত করছে রোহিঙ্গারা। সেভাবেই এখান থেকে জানে আলম নামে ব্যক্তির পরিবারের পাঁচ সদস্য নিয়ে মিয়ানমারে স্বজনদের কাছে যাচ্ছিলেন। এ সময় ঝড়-বৃষ্টিতে নৌকাটি ডুবে যায়। এতে তিন জনের মৃত্যু হয়।’

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘নাফ নদের তীরে ভেসে আসা তিন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে। মিয়ানমারে যাওয়ার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেই নৌকাতে আরও রোহিঙ্গা থাকার খবর রয়েছে। নাফ নদে মাছ ধরা বন্ধ থাকলেও কীভাবে রোহিঙ্গারা পারাপার হচ্ছে, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ‘নাফ নদে ভেসে আসার তিন শিশুসহ তিন রোহিঙ্গার লাশ পাওয়া গেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ