X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাজেট প্রণয়নে এমপিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি: সাবের হোসেন চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ০৪:২৬আপডেট : ১৩ জুন ২০২১, ০৪:২৬

জাতীয় বাজেট কিংবা সরকারের অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারি দলের সংসদ সদস্যদেরও কোনও ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সেই সঙ্গে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের ঘাটতি আছে’ উল্লেখ করে তা সংশোধনেরও আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

শনিবার (১২ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট ডায়লগ-২০২১’ শীর্ষক বাজেট পরবর্তী আলোচনা সভার গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সাবের হোসেন চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের অনুরোধে বাজেট প্রণয়নের ক্ষেত্রে অন্তত সংসদীয় স্থায়ী কমিটির প্রধানদের পরামর্শ নিতেন। তবে এখন তেমনটা হচ্ছে না।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, আপনারা অনেকেই বলেন, বাজেট অবশ্যই অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হতে হবে। এখানে যেন অপচয় না হয় সেটা দেখতে হবে। কিন্তু আমরা যে আলোচনা করবো, বিতর্ক করবো, আমরা যে ডায়লগ করবো- এই বেসিসটাতো (ভিত্তি) ঠিক থাকতে হবে। সেটা আমরা কীভাবে করবো?

সংসদ সদস্যরা ‘শুধু হ্যাঁ বা না বলার জন্য সংসদে আছেন’, কোন প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে না উল্লেখ করে সরকারি দলের এই সংসদ সদস্য বলেন, আমরা সংসদে আছি মানুষের যে চাহিদার কথাগুলো আছে সেগুলো ব্যাখ্যা এবং তুলে ধরার জন্য। কিন্তু আমরা যদি সেই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত না থাকি। তাহলে সেই বিষয়গুলো কেন আসবে?

বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের ঘাটতি আছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, সেটা আমাদের ঠিক করতে হবে। আবার যদি আমরা মনে করি যে- শুধু সরকার যা দেবে, সেটাকেই পাস করে দেওয়া, তাহলেতো আমাদের বাজেট অধিবেশনের প্রয়োজন নেই।

বাজেটে রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, আরেকটা ভূমিকা এখানে রাখতে পারে রাজনৈতিক দল। আমাদের সরকারি দল বা দলের মুখপাত্র বাজেটের (প্রস্তাবের) সঙ্গে সঙ্গেই বলে দেন যে বাজেটটা ভালো, এখানে সাধারণ মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন আছে। তারাও যদি এই বাজেট আলোচনায় অংশ না নিয়ে থাকেন তাহলে আসলে জবাবদিহির জায়গাটা কীভাবে তৈরি হবে?

সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ২০২১-২২ অর্থবছরের উপস্থাপিত বাজেটের সার্বিক দিক তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সংলাপে নির্ধারিত আলোচক ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, মেট্রো চেম্বারের সভাপতি নিহাদ কবির এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা নুরুল গণি।

এ ছাড়া আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা, তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক সৈয়দ আবদুল হামিদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রধান নির্বাহী কল্পনা আক্তার প্রমুখ।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে