X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অংশুর কথা-সুরে তানভীর তারেক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৫:৩৭আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:১৮

দীর্ঘদিন পর কথা ও সুরে ফিরলেন ৯০ দশকের অন্যতম গীতিকবি নিয়াজ আহমেদ অংশু। আইয়ুব বাচ্চুর ‘মেয়ে’ থেকে শুরু করে ব্যান্ড ঘরানায় প্রচুর গান রচনা করেছেন তিনি।

অংশুর কথা-সুরে দীর্ঘদিন পর নতুন কোনও গান মুক্তি পেলো। গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক। গানের শিরোনাম ‘ঘরের ভেতর নদী’। গানটির সংগীতায়োজন করেছেন রাজেশ মজুমদার।

অংশু বলেন, ‘‘আমি শুরু থেকেই খুব অল্প কাজ করেছি। বাচ্চু ভাইয়ের সাথেও গান কম আমার। তানভীর আমার ছোট ভাই, বন্ধু। ওর সাথে এবি কিচেনে পরিচয় থেকে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। এর আগে ‘তোমার শহর আমার শহর’ নামে একটি লিরিক ওর নিজের সুর-সংগীতে গেয়েছিল। সে গানটি চমৎকার গেয়েছিল। সে সময়ই আমার এই গানটি লেখা ও সুর করা। মিউজিকের কর্ডস্টাফও আমার তৈরি। তানভীরের কণ্ঠে এ ধরনের গান নতুন। দারুণ গেয়েছে ও। আশা করি ভালো লাগবে সবার।’’

‘ঘরের ভেতর নদী’ সাউন্ডস অব তানভীর নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে আজই (১৭ জুন)।

তানভীর তারেক বলেন, ‘‘আমার কাছে সব সময়ই অংশু খুবই স্পেশাল। কারণ, ওর লিরিকের গভীরতা ভীষণ। ওর লেখা ‘তোমার শহর আমার শহর’ গাইবার পর আমিই ওর সুরে একটি গান গাইবার ইচ্ছা পোষণ করি। সেই চাওয়া অনুযায়ীই ও আমাকে একেবারেই ভিন্ন এক জনরার সুর করে দেয়। গানটির দারুণ কম্পোজিশন করেছে রাজেশ। গানটি মূলত শ্রোতাদের শোনাতেই চাই। খুব জমকালো ভিডিওর আর্থিক সঙ্গতিও নেই, আর তাগিদটাও অনুভব করি না। ভালো মানের শ্রোতা অল্প হলেও তাদের মুগ্ধতা কুড়াতে পারলেই এর সার্থকতা।’’

ঘরের ভেতর নদী:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া