X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিটলো ভারতীয়দের দ্বন্দ্ব, আধাবেলা বন্ধের পর সচল হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১৮:০৪আপডেট : ১৯ জুন ২০২১, ১৮:১১

হিলি প্রতিনিধিহিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কাঁচা ও শুকনো পণ্য রফতানি নিয়ে ভারতের ব্যবসায়ীদের মাঝে দ্বন্দ্ব লেগেছে। নিজেদের মধ্যে লাগা দ্বন্দ্বের জেরে সকাল থেকে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রেখেছিলো তারা। ফলে শনিবার (১৯ জুন) হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। তবে তাদের দ্বন্দ্ব মিটে গেলে দুপুর ২টা থেকে স্বাভাবিক হয় আমদানি-রফতানি কার্যক্রম।

এর আগে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিলো। তবে সকালে যথারীতি পণ্য খালাস করে ভারতীয় ট্রাকগুলো সে দেশে ফেরত চলে যায়।

ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট খোকন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, নিজেদের মধ্যে একটু সমস্যার কারণে বন্দর দিয়ে সকাল থেকে পণ্য রফতানি বন্ধ ছিলো। পরে বিষয়টি নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে সুরাহা হলে দুপুর পৌনে ২টায় বন্দর দিয়ে পণ্য রফতানি শুরু হয়।

ভারত-বাংলাদেশি ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভারতে শুকনো পণ্যের ব্যবসায়ীরা বেশ শক্তিশালী, তাদের সেখানে বেশ প্রভাব রয়েছে। শুকনো ও কাঁচা পণ্য বাংলাদেশে রফতানি নিয়ে ভারতীয় কাঁচা ও শুকনো পণ্য ব্যবসায়ীদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জেরে সকাল থেকে পণ্য রফতানি বন্ধ রেখেছিলো তারা।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকেই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হয়। কিন্তু আজ সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে পণ্য রফতানি বন্ধ রাখায় সকাল আমদানি-রফতানি বন্ধ ছিলো। পরে দুপুর পৌনে ২টা থেকে তারা পণ্য রফতানি শুরু করলে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়। যেহেতু আধাবেলা বন্ধ ছিলো সেহেতু বন্দর দিয়ে প্রতিদিনের তুলনায় কম পরিমাণে পণ্য আমদানি-রফতানি হবে।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া