X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ২৩:২৩আপডেট : ২১ জুন ২০২১, ২৩:২৩

নিরাপত্তা ও অন্যান্য সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ও মিয়ানমার। সোমবার মস্কোয় আলোচনায় মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ দু’দেশের সম্পর্ক বাড়াতে একমত হয়েছেন।

মিয়ানমারের জান্তাপ্রধান রবিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছান। সেখানে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি এই সফর করছেন। ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর জান্তাপ্রধানের এটি দ্বিতীয় বিদেশ সফর। সফরকে ঘিরে ইতোমধ্যে আলোচনা চলছে নানা মহলে।

রাশিয়ার বিরুদ্ধে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলেছেন মানবাধিকারকর্মীরা। নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধ উপায়ে ক্ষমতায় বসার পরও সামরিক সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি অব্যাহত রাখা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

সোমবারের বৈঠকে রাশিয়া বলছে, মিয়ানমারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। কিন্তু গত মার্চ থেকে দেশটির বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বাড়তে থাকায় মস্কো গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বৈঠক নিয়ে সংবাদমাধ্যম মিয়ানমার রেডিও ও টেলিভিশনে বলা হয়েছে, দু’দেশের সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি মিয়ানমারের বর্তমান বিষয়গুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এছাড়া দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেও সম্মত হয়েছেন তারা।

মিয়ানমার সেনাবাহিনীর মিত্র ও অস্ত্র সরবরাহকারী রাশিয়ায় কতদিন জান্তাপ্রধান অবস্থান করবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এমন সময়ে তিনি এ সফরে গেলেন যার মাত্র দুই দিন আগে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ সাধারণ পরিষদ। ১৮ জুন শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবটিতে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনায় জান্তা সরকারের নিন্দা জানানো হয়েছে। রাশিয়া এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

/এলকে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!