X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পিরোজপুরে ১৮ ইউপিতে নৌকা, ১১টিতে স্বতন্ত্র জয়ী

পিরোজপুর প্রতিনিধি
২২ জুন ২০২১, ০১:৪০আপডেট : ২২ জুন ২০২১, ০১:৪০

প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরে ৩২টি ইউনিয়নের ১৮টিতে নৌকা, ১১টিতে স্বতন্ত্র ও তিনটিতে আনোয়ার হোসন মঞ্জু (জেপি) সমর্থিত সাইকেল প্রতীক জয়ী হয়েছে।

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সদর উপজেলার চার ইউনিয়নের মধ্যে শারিকতলা ইউনিয়নে নৌকা প্রতীকে আজমীর হোসেন মাঝি, কদমতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ শিহাব হোসেন (আনারস মার্কা), টোনা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আল ইমরান হারুনুর রশিদ ও কলাখালী ইউনিয়নে হেদায়েতুল ইসলাম কিরন (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে নৌকা প্রতীকের মোশাররফ হোসেন খান, শেখ মাটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের আতিয়ার রহমান চৌধুরী নান্নু, মালিখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রুহুল আমিন দাড়িয়া বাবলু ও মাঠিভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জয়ী হন।

নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের সাঈদুর রহমান, সোহাগদল ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুর রশিদ, স্বরূপকাঠী সদর ইউনিয়নে নৌকা প্রতীকের আলামিন পারভেজ, আটঘর কুড়িয়ানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিঠুন হাওলাদার, জলাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম, দৈহারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহারুল ইসলাম, গুয়া রেখা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব সিকদার, সমুদয়কাঠী ইউনিয়নে নৌকা প্রতীকের হুমায়ুন ব্যাপারী, সুটিয়াকাঠী ইউনিয়নে নৌকা প্রতীকের রুহুল আমিন অসীম ও সারেংকাঠী ইউনিয়নে নৌকা প্রতীকের নজরুল ইসলাম নির্বাচিত হন।

ভান্ডারিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে ধাওয়া ইউনিয়নে আনোয়ার হোসন মঞ্জু (জেপি) সমর্থিত সাইকেল প্রতীকের সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা মিয়ালকাঠী ইউনিয়নে সাইকেল প্রতীকে মেজবাহ উদ্দিন আরিফ, গৌরিপুর ইউনিয়নে সাইকেল প্রতীকে মজিবুর রহমান চৌধুরী এবং ভিটাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকে এনামুল করিম পান্না নির্বাচিত হয়েছেন।

এর আগে একই উপজেলার তেলিখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. শামসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঠবাড়িয়া উপজেলার ছয় ইউনিয়নের তুষখালীতে নৌকা প্রতীকের শাহজাহান হাওলাদার, মিরুখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খান, বেতমোড় ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন আকন, আমড়াগাছিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শারমিন জাহান, সাপলেজা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মিরাজমিয়া এবং গুলিশাখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রিয়াজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী কবির হোসেন বয়াতি নির্বাচিত হয়েছেন। কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান ও আমড়াজুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়