X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে করোনায় আরও ৪ মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
২২ জুন ২০২১, ১৭:২৫আপডেট : ২২ জুন ২০২১, ১৭:২৮

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে নতুন করে চার জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে ৭০ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষায় সংক্রমণ হার একদিনের ব্যবধানে ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯. ৫৫ শতাংশে। মঙ্গলবার (২২ জুন) সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন মোংলার, একজন মোরেলগঞ্জের ও একজন সদর উপজেলার বাসিন্দা।

বাগেরহাট স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার মোংলায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, ফকিরহাটে ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, সদরে ৩০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, মোরেলগঞ্জে ২৭টি নমুনা পরীক্ষায় ১৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া চিতলমারীতে একজন ও শরণখোলায় একজন করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে, মোংলায় প্রশাসনের তৃতীয় দফায় কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষ চলাফেরা করছে। এই অবস্থায় সেখানে দেওয়া হয়নি লকডাউন। জনসমাগমের উৎসস্থল হাটবাজারে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ কেউ মানছেন না। খেয়া নৌকাতে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

সিভিল সার্জন জানান, বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। তবে জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার বেশি। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায়েছে ২ হাজার ৬৬১ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে