X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে করোনায় আরও ৪ মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
২২ জুন ২০২১, ১৭:২৫আপডেট : ২২ জুন ২০২১, ১৭:২৮

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে নতুন করে চার জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে ৭০ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় নমুনা পরীক্ষায় সংক্রমণ হার একদিনের ব্যবধানে ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯. ৫৫ শতাংশে। মঙ্গলবার (২২ জুন) সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন মোংলার, একজন মোরেলগঞ্জের ও একজন সদর উপজেলার বাসিন্দা।

বাগেরহাট স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার মোংলায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, ফকিরহাটে ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, সদরে ৩০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, মোরেলগঞ্জে ২৭টি নমুনা পরীক্ষায় ১৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া চিতলমারীতে একজন ও শরণখোলায় একজন করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে, মোংলায় প্রশাসনের তৃতীয় দফায় কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষ চলাফেরা করছে। এই অবস্থায় সেখানে দেওয়া হয়নি লকডাউন। জনসমাগমের উৎসস্থল হাটবাজারে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ কেউ মানছেন না। খেয়া নৌকাতে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

সিভিল সার্জন জানান, বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। তবে জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার বেশি। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায়েছে ২ হাজার ৬৬১ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা