X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে এলেঙ্গা রিসোর্টের কর্মচারীরা

টাঙ্গাইল প্রতিনিধি
২২ জুন ২০২১, ২২:৫৮আপডেট : ২২ জুন ২০২১, ২২:৫৯

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টের কর্মচারীরা। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে রিসোর্টের অর্ধশত কর্মচারী কর্মবিরতি পালন করছেন। রিসোর্ট ম্যানেজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

জানা যায়, অন্তত ৫২ জন কর্মচারী তাদের দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে মূল গেইটে অবস্থান নিয়েছেন। এ সময় রিসোর্ট ম্যানেজার তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিতে চাপ প্রয়োগ করেন।

রিসোর্টের সিকিউরিটি ইনচার্জ ফয়েজ উদ্দিন বলেন, হঠাৎ আমাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন। এটিও না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও তারা কর্ণপাত করেনি। তাই কর্মবিরতি দিতে বাধ্য হয়েছি।

হাবিবুর রহমান নামের এক কর্মচারী বলেন, আমি ১৮ বছর ধরে চাকরি করি। আমার বেতন চার হাজার ৭০০ টাকা। দুই মাসের বেতন সাত মাসের সার্ভিস চার্জ বকেয়া আছে। করোনার সময় এ বেতন দিয়ে আমাদের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর।

রিসোর্টের বর্তমান মালিকের বৈধ কোনও কাগজপত্র নেই বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে।

এলেঙ্গা রিসোর্টের ম্যানেজার ফখরুল ইসলাম সাংবাদিক বলেন, কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে।

রিসোর্ট পরিচালনার বৈধ কাগজপত্র আছে কি না- এমন প্রশ্নের জবাবে ম্যানেজার বলেন, বিষয়টি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘গত মে মাসে রিসোর্ট কর্তৃপক্ষকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। সর্বশেষ কীভাবে তারা রিসোর্ট পরিচালনা করছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে