X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে ২ হাজার, কলকাতায় ৫০০ জনের শরীরে করোনার ভুয়া টিকা

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২১, ২০:০৪আপডেট : ২৫ জুন ২০২১, ২০:০৪
image

ভারতের পুলিশ জানিয়েছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে প্রায় দুই হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের ভুয়া টিকা প্রদান করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরও প্রায় পাঁচশ’ মানুষও একই ধরনের ঘটনার শিকার হয়েছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা মহামারি ভয়াবহ রুপ নেয়। পরে দেশটির কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা দেয়। এরপরই এই সপ্তাহে দেশটিতে টিকাদানের হার দ্রুত বেড়েছে।

ভারতের মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রায় দুই হাজার মানুষের শরীরে করোনার টিকা বলে স্যালাইন সলিউশন পুশ করা হয়েছে। এই ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসকসহ দশ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে জালিয়াত চক্র একটি আবাসিক এলাকার বাসিন্দাদের টার্গেট করে এসব ভুয়া টিকা দিয়েছে।

মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার বিশ্বজিত পাতিল বলেন, ‘পরে আমরা জানতে পারি এই চক্রটি আরও আটটি ক্যাম্প আয়োজনের চেষ্টা করছিলো।’ এছাড়া অভিযুক্তদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ১২ লাখ ৪০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।

এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, অন্তত আটটি টিকাদানের ভুয়া ক্যাম্প চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সরকারি চাকুরিজীবী পরিচয় দিয়ে ওই ব্যক্তি এসব ক্যাম্প পরিচালনা করেছে। পুলিশ জানিয়েছে একটি ক্যাম্প থেকে অন্তত ২৫০ জন শারিরীক প্রতিবন্দি এবং তৃতীয় লিঙ্গের মানুষ টিকা নিয়েছে। এছাড়া শহরের মোট পাঁচশ’ জনকে এসব ভুয়া টিকা দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের কর্মকর্তা অতিন ঘোষ জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা কোভিশিল্ডের ভুয়া লেবেল লাগানো ডোজ উদ্ধার করেছেন তারা।

অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী এর একটি কেন্দ্রে টিকা নেওয়ার পর সন্দেহ পোষণ করে পুলিশকে জানালে এই জালিয়াতির ঘটনা সামনে আসে। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ভারত সরকারের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

কলকাতার স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ বারুই জানিয়েছেন, ভুয়া টিকা গ্রহণকারী অনেকেই এখন সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়ে আছেন। তিনি বলেন, ‘জরুরি পরিস্থিতির উদ্ভব হলে যে এলাকায় ভুয়া টিকা দেওয়া হয়েছে সেই এলাকায় মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হবে।’

ভুয়া টিকা নেওয়া ৩৫ বছর বয়সী রুমা সিকদার বলেন, তিনি অবসাদে ভুগছেন আর তার বাহুতে অস্বস্তি রয়েছে। এই গৃহকর্মী বলেন, ‘মহামারির তৃতীয় ঢেউ শুরুর আগে সত্যিকার টিকার ডোজ পাওয়া নিয়ে শঙ্কায় আছি আমি।’

/জেজে/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ