X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৪ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ জুলাই ২০২১, ১৯:২৬আপডেট : ০২ জুলাই ২০২১, ১৯:৪৪

ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- ইয়াকুব আলী (৭০) ও তার ছেলে আজগর আলী (৫৫)। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে তাদের মৃত্যু হয়। আজগর আলীর খালাতো ভাই ও হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইয়াকুব আলীর বাড়ি হরিপুর উপজেলার দনগাঁওয়ের গ্রামে। উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আজগর আলী। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৫ জুন জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান ইয়াকুব আলী। এ সময় তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। পরে পরিবারের লোকজন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

পাঁচ দিন পর ইয়াকুব আলীর ছেলে আজগর আলীর নমুনা দেওয়া হয় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। পরে আজগর আলীকে আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান বলেন, ‘করোনা পজিটিভ হলে প্রথমে আমার খালু ইয়াকুব আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক এর পাঁচ দিন পর আমার খালাতো ভাই আজগর আলীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে খালু কিছুটা সুস্থ হওয়ায় তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিপুরের বাসায় ফিরেই হঠাৎ মারা যান তিনি। এর চার ঘণ্টা পর খবর আসে আজগর আলীর অবস্থা ভালো না। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৯ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৫ জন এবং মারা গেছেন ৮৩ জন।

/এসএইচ/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা