X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির ‘রাজপুত্রের’ দাম ৮ লাখ টাকা

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৭:২১আপডেট : ১০ জুলাই ২০২১, ১৭:২৫

ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির জন্য খাগড়াছড়িতে প্রস্তুত করা হয়েছে সাড়ে ২০ মণ তথা ৮২০ কেজি ওজনের একটি ষাঁড়। এটির হাঁটাচলা কিংবা হাঁকডাকে বেশ রাজকীয় ভাব। গঠন-গড়নেও হৃষ্টপুষ্ট। তাই নাম দেওয়া হয়েছে ‘রাজপুত্র’। উচ্চতা সাড়ে পাঁচ আর দৈর্ঘ্য আট ফুট।

বছর চারেক আগে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলা সদরের মুসলিমপাড়া এলাকার ব্যবসায়ী মো. ওয়ালীউল্লাহ অলির গোয়ালে জন্ম হয় ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। পরিবারের সদস্যের মতোই লালন-পালন করেছেন তিনি। মোটাতাজাও করেছেন দেশীয় পদ্ধতিতে।

ওয়ালীউল্লাহ অলি প্রাক্তন ইউনিয়ন পরিষদ সদস্য। বর্তমানে তিনি ঠিকাদারি ব্যবসার পাশাপাশি কৃষি ক্ষেত ও মৎস্য খামার গড়ে তুলেছেন। তবে এই ষাঁড়টিকে লালন-পালন করেছেন অনেকটা শখের বশেই।

তার সহধর্মিণী সালমা অলি বলেন, খাবারের বেলায় বেশ আয়েশি আমাদের রাজপুত্র। একদম পরিচ্ছন্ন খাবার দিতে হয় তাকে। শুকনো খড়, বিভিন্ন প্রকার ডালের ভুসি, চালের কুঁড়া, তেল বীজের খৈল, চিটা গুড়, ছোলা ও গমের পাশাপাশি চাষ করা সবুজ ঘাস খেতে দেওয়া হয়। তবে রাজপুত্রের এখন সবচেয়ে বেশি পছন্দ খাগড়াছড়ির বিখ্যাত আম্রপালি আম।

ওয়ালীউল্লাহর দুই ছেলে আলী হায়দার শামীম ও শাহরিন হোসেন সজীব জানান, প্রতিদিন নিয়মিত ২-৩ বার গোসল করানো হয় ষাঁড়টিকে। আর দৈনিক তার খাবার লাগে অন্তত ২০-২৫ কেজি। তবে দিন দিন ওর খাবারের চাহিদা বাড়ছে।

মালিক এর দাম হাঁকাচ্ছেন আট লাখ টাকা। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম সাড়ে চার লাখ পর্যন্ত উঠেছে। ওয়ালীউল্লাহ বলেন, লকডাউনের প্রভাবে স্থানীয় সব হাটবাজার বন্ধ। তাই এটিকে হাটে তোলা সম্ভব হয়নি। তবে লোকমুখে খবর পেয়ে ইতোমধ্যে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে বেশ কয়েকজন ক্রেতা আমার বাড়িতে এসে ষাঁড়টিকে দেখে গেছেন। তবে এখনও উপযুক্ত দর বলেনি কেউই। আশানুরূপ দাম পেলে তবেই এটিকে যোগ্য ক্রেতার হাতে তুলে দেবো।

তবে ন্যায্য দাম না পেলে এটিকে আগামী বছরের জন্য রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়ালীউল্লাহর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর রাজপুত্রকে চট্টগ্রামের কোরবানির পশুর হাটে নিয়ে বিক্রি করবেন বলেও জানান তিনি।

মাটিরাঙা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা বলেন, রাজপুত্রের চেয়ে বড় ষাঁড় এ জেলায় আর নেই। খুব যত্ন করে ষাঁড়টিকে বড় করেছেন ওয়ালীউল্লাহ। আমরাও সবসময় পরামর্শ দিয়ে তার পাশে ছিলাম। আশা করছি, তিনি এটিকে ন্যায্য দামে বিক্রি করতে পারবেন।

এদিকে খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আফসার জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে গেলো বছর এ জেলায় প্রায় ১১ হাজার গবাদিপশু পালন করা হয়েছিলো। এ বছর এই সংখ্যা বেড়ে প্রায় ১২ হাজারে দাঁড়িয়েছে। তবে লকডাউনের প্রভাবে বিক্রেতারা হয়তো গতবারের মতো এবারও কিছুটা লোকসানের
মুখে পড়তে পারেন।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
যাত্রী কল্যাণ সমিতিঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
রাজধানীর ফাঁকা রাস্তায় যাত্রীদের স্বস্তি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!