X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্কুলের জমিতে ইউপি সদস্যের ব্যক্তিগত দোকান নির্মাণের অভিযোগ

সাভার প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ০৯:১৮আপডেট : ১২ জুলাই ২০২১, ০৯:১৮

সাভারে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে সরকারি স্কুলের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে রবিবার (১১ জুলাই) ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি দোকান নির্মাণাধীন দেখতে পাওয়া যায়। তবে অভিযুক্ত ইয়ারপুর ইউপির সদস্য আবু তাহের মৃধার দাবি নির্মাণাধীন ঘরগুলো দোকান নয়, পাঠাগার। 

খোঁজ নিয়ে জানা গেছে, ইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবু তাহের মৃধা স্কুল বন্ধ থাকার সুযোগে স্থানীয় সড়কের পাশে দুটি দোকান নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণাধীন জায়গাটি সরকারি খাস ও স্কুলের সম্পত্তি। গত দুই দিন ধরে ইউপি সদস্য ইট দিয়ে সেখানে পাকা দোকান নির্মাণের কাজ করছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ইউপি সদস্যর নামে সরকারি গ্যাস চুরি ও অবৈধ সংযোগ প্রদানসহ একাধিক মামলা আছে। আর এখন তিনি স্কুল বন্ধ থাকার সুযোগে সেখানে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার পাঁয়তারা করছেন।

অভিযুক্ত ইউপি সদস্য আবু তাহের মৃধা বলেন, জায়গাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমি নিজে ওই স্কুলের সভাপতি। তবে সেখানে দোকান নয়, পাঠাগার নির্মাণ করা হচ্ছে। এছাড়া স্কুলের জমিতে পাকা অবকাঠামো নির্মাণের কোনও অনুমতি নেই বলেও তিনি জানান। 

এ বিষয়ে আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স বলেন, এভাবে অনুমতি ছাড়া স্কুলের জমিতে কোনও স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। এছাড়াও স্কুলের জমিতে পাঠাগার নির্মাণ করতে চাইলেও সরকারিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন।  এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সোমবার দুই ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা