X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তারিনের অন্তর্জাল আসক্তি!

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৩:২১আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৮:২৫

একাকিত্ব ঘোচাতে অন্তর্জালে আসক্তি, এরপর কিছু ভুল- এমনই এক গল্প নিয়ে নির্মিত হলো বিটিভির ঈদের নাটক ‘গৃহমায়া’। এর প্রধান চরিত্রে অভিনয় করলেন তারিন জাহান। 

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। নির্দেশনা ও প্রযোজনা মাহফুজা আক্তার।

নাটকটির গল্প প্রসঙ্গে মাহফুজা জানান, মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগমাধ্যম আমূল বদলে দিয়েছে মানুষের জীবন। জীবনে এখন যেমন প্রযুক্তির ছোঁয়া প্রতি পদে পদে তেমনি এর বিরূপ প্রভাব ডেকে আনে কালো মেঘের ছায়া। একই ছাদের নিচে থেকেও যেন অনেক দূরে হয়ে যায় পরস্পরের অবস্থান। সেই দূরত্বের সুযোগে নেমে আসে অশনির থাবা। যেমনটা হয়েছে মায়ার জীবনে। মায়া ঘর বেঁধেছে আসিফের সঙ্গে। আসিফ অফিস নিয়ে ব্যস্ত। এদিকে মায়ার সময় কাটে না। ধীরে ধীরে তার আসক্তি বাড়ে অন্তর্জালে। মায়ার সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয় এক যুবকের। সেই যুবক সুযোগ নেয় মায়ার অসহায়ত্বের। এগিয়ে যায় গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘নাটকের গল্পটি খুবই সুন্দর। একদম সময়োপযোগী। গল্পটি মানুষকে বিনোদিত করবে, আবার বোধোদয় ঘটাবে।’

নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আল মামুন, মিলি বাশার, নাঈম, নাবিলা, ইভান প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভাষার মাসে প্রেক্ষাগৃহে ফিরলো মুক্তিযুদ্ধের দিন
এ সপ্তাহের ছবিভাষার মাসে প্রেক্ষাগৃহে ফিরলো মুক্তিযুদ্ধের দিন
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
প্রথম একসঙ্গে তারিন-ঈশিতা!
প্রথম একসঙ্গে তারিন-ঈশিতা!
হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
বিনোদন বিভাগের সর্বশেষ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা