X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৫২ জনের মৃত্যু: ৪ দিনের মাথায় দুই আসামির জামিন নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ০১:২৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ০১:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় আগুনে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতারের চার দিনের মাথায় হাসেম ফুড বেভারেজের চেয়ারম্যানের দুই ছেলের জামিন পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এটিকে হত্যাকাণ্ড বলেছেন, সেখানে চার দিনের মাথায় দুই আসামি কীভাবে জামিন পেলেন?

আগুনে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় বুধবার (১৪ জুলাই) বিকালে হাসেম ফুড বেভারেজের চেয়ারম্যানের দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমকে জামিন দেন আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত তাদের জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।

জামিনের প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটি হত্যাকাণ্ড, সেখানে হত্যা মামলার দুই আসামি চার দিনের মাথায় জামিন পেলেন কীভাবে? আমার মাথায় ধরে না! আইনের শাসন প্রতিষ্ঠা করবেন আদালত। কিন্তু আইনের দৃষ্টিতে এটিকে নিরপেক্ষ মনে হচ্ছে না আমার। এত দ্রুত জামিনের সিদ্ধান্ত মানা যায় না।’

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন শ্রমিকনেতা মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, ‘রিমান্ড থেকে ফিরেই আদালতে তোলার দিন হত্যা মামলার দুই আসামির জামিন পাওয়া দেখে আমি অবাক হয়েছি।’

তিনি বলেন, ‘যেখানে নারী ও শিশুসহ ৫২ জন শ্রমিক নিহত হলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, দোষীদের কঠোর বিচার হবে, সেখানে চার দিনের মাথায় দুই আসামির জামিন প্রচলিত আইনের প্রথার বাইরে। এটা আইনের শাসনে অন্যরকম বার্তা দিতে পারে।’

এদিকে মোমবাতি প্রজ্বালন করে কারখানায় আগুনে ৫২ শ্রমিকের নিহতের প্রতিবাদ জানিয়েছে শিশু সংগঠন খেলাঘর আসর। করোনা সংক্রমণের কারণে বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় সংগঠনের কর্মীদের নিজ নিজ বাসায় এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই বললেন, রূপগঞ্জে জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ শ্রমিকের মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। হত্যা মামলাও হলো। কিন্তু গ্রেফতারের চার দিনের মাথায় মামলার দুই আসামি কারখানা মালিকের দুই ছেলে জামিন পেলেন কীভাবে? এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র ও কারখানা মালিক এড়াতে পারবে না। এভাবে আইনের ফাঁকফোকর গড়িয়ে অপরাধীরা ছাড়া পেয়ে গেলে দুর্ঘটনা রোধ হবে না, বরং বাড়বে।’

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানায় নারী ও শিশুসহ ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। স্বজনরা এখনও লাশ বুঝে পাননি, দাফনও করতে পারেননি। এই সময়ে ৫২ জন হত্যা মামলার দুই আসামির জামিন প্রশ্নবিদ্ধ।’

তিনি বলেন, ‘এমন চাঞ্চল্যকর হত্যা মামলায় নিম্ন আদালতকে জামিন দিতে আমার ওকালতির জীবনেও দেখিনি। এটি প্রচলিত আইনের ধারার বাইরে হয়েছে। যে মামলা তদন্তাধীন এবং স্বজনরা এখনও লাশ পাননি, সেখানে আসামিদের জামিন দেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা ও দায়রা জজ আদালত কিংবা উচ্চ আদালতে জামিন হলে এসব প্রশ্ন উঠতো না। তবে এটা সত্য, নিম্ন আদালত জামিন দেওয়ার এখতিয়ার রাখেন। তারপরও প্রশ্ন থেকেই যায়।’

আসামিপক্ষের আইনজীবী মাহাবুবুল আলম লিটন বলেন, ‘৫২ শ্রমিক হত্যা মামলায় গ্রেফতার আট জনের মধ্যে দুজনের জামিন হয়েছে। তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমকে জামিন দিয়েছেন আদালত। তারা কোম্পানির পরিচালক। সরাসরি ব্যবসা পরিচালনায় যুক্ত নন। বিদেশে পড়াশোনা শেষে দুই ভাই দেশে এসেছেন। বিষয়টি আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি বলেই জামিন মঞ্জুর করেছেন বিচারক। বাকি ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জামিন দেওয়ার এখতিয়ার নিম্ন আাদালতের রয়েছে। এতে প্রশ্ন তোলার কিছুই নেই।’

প্রসঙ্গত, হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কারখানা ভবনটিতে প্রায় চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়কিকরণের প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের দীর্ঘ সময় লাগে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে কারখানার ভেতর থেকে একে একে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার দিন তিন জনের মৃত্যু হয়। সবমিলিয়ে এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে। কারখানায় আগুনের ঘটনায় আরও অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এএম/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা