X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দূরপাল্লার বাস কম, কাউন্টারে যাত্রীর ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৩:৩৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৩:৪০

সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন কিছুটা শিথিল হয়ে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ রয়েছে বাস কাউন্টারগুলোতে।

সকালে গাবতলী বাস টার্মিনাল সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিটি কাউন্টারের সামনে রয়েছে যাত্রীর ভিড়। টিকেট কেটে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। অনেকে আবার অগ্রিম টিকেট নেওয়ার জন্য বাস টার্মিনালগুলোতে আসছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ থেকে দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। আমরা যাত্রীর সংখ্যা পর্যালোচনা করছি। অন্য সময়ের তুলনায় আজ গাড়ি রাস্তায় কম নামিয়েছি আমরা। তবে গাবতলী বাস কাউন্টারে টিকেট কেটে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

ঝিনাইদহের উদ্দেশ্যে পূর্বাশা পরিবহনের বাস গাবতলী টার্মিনাল থেকে সকাল সাড়ে আটটায় ছাড়ার কথা ছিল। পরিবারের আরও দুই সদস্যসহ সময় ধরে গাবতলী বাস টার্মিনালে এসেও বসে থাকতে হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুর রহমানকে। দুপুর বারোটা বাজলেও অপেক্ষা শেষ হয়নি। পরিবহনের কাউন্টারে জিজ্ঞেস করলেই তারা বলে, বাস কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এভাবেই ঘণ্টা দুয়েকের বেশি সময় চলে গেছে।

সিলেট থেকে রাতের বাসে ভোর সাড়ে পাঁচটায় গাবতলীতে পৌঁছান সজীব। ঝিনাইদহ যাওয়ার জন্য পূর্বাশা পরিবহনের সাড়ে নয়টার টিকিট কাটেন তিনি। বেলা বারোটা পেরিয়ে গেলেও বাসের কোন দেখা নেই। তিনি বলেন, শুধু বাড়ি যাওয়ার জন্য এত যন্ত্রণা সহ্য করছি। বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের মুখ দেখলে কিছুটা স্বস্তি পাবো।

সাতক্ষীরা যাওয়ার জন্য হানিফ পরিবহনের একটি টিকেট কেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন আহসান। সকালে এসে টিকিট কাটলেও দুপুর গড়িয়ে যায় কিন্তু বাস আসে না। কাউন্টারে বারবার খোঁজ নিচ্ছিলেন কখন আসবে বাস। তিনি জানান, তারা বলছে আরিচা ঘাটে জ্যামের জন্য বাস আসতে পারছে না। তবে তাদের কথা কতটুকু সত্য সে বিষয়ে আমার অনেক সন্দেহ আছে। মনে হয় বাস কম নামিয়েছে তারা।

জানতে চাইলে সৌখিন পরিবহনের কাউন্টার ম্যানেজার সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, আরিচা ঘাটে প্রচণ্ড জ্যাম রয়েছে। যেসব গাড়ি রাতে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে  সেগুলো এখনো রাজধানীতে ফিরতে পারছে না। সে কারণে প্রতিটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে।

হানিফ পরিবহনের কাউন্টারম্যান আজাদ বলেন, রানিং গাড়ির যাত্রী রয়েছে। কিন্তু অগ্রিম টিকেটের চাহিদা বেশি। সবচেয়ে বেশি চাহিদা ১৮ ও ১৯ জুলাইয়ের অগ্রিম টিকেটের। অনেকে এসে অগ্রিম টিকেট নিয়ে যাচ্ছেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
যাত্রী কল্যাণ সমিতিঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
রাজধানীর ফাঁকা রাস্তায় যাত্রীদের স্বস্তি
চাপ নেই কর্মস্থলে ফেরার, এখনও গ্রামে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী