X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভাঙলো মাহমুদউল্লাহর প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৬:৩১আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৬:৩১

টপ অর্ডারের ব্যর্থতায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ দাঁড়িয়ে গিয়েছিলেন। একটু একটু করে ইনিংসের ভিত গড়ে আশা জাগাচ্ছিলেন। এমনকি ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন এই ব্যাটসম্যান। তবে বেশিদূর যেতে পারেননি। তার প্রতিরোধ ভেঙে উৎসব করেছে জিম্বাবুয়ে।

হারারের প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহ ৩৩ রানে আউট হয়েছেন। লুক জংউইয়ের বলে ধরা পড়েছেন উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে। বড় ইনিংসে সম্ভাবনা জাগিয়েও আউ হয়ে যাওয়া মাহমুদউল্লাহ ৫২ বলের ইনিংসে নেই কোনও বাউন্ডারি, তবে মেরেছেন একটি ছক্কা।

মাহমুদউল্লাহর বিদায়ে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। স্কোর ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান।

মুশফিকের জায়গা পূরণ করতে পারলেন না মিঠুন

ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে না এলে ওয়ানডে সিরিজে চার নম্বরে ব্যাটিং করতেন মুশফিকুর রহিম। গত কয়েক বছর এই পজিশনেই বেশি ব্যাট করেছেন তিনি। মুশফিক না থাকায় পজিশনে প্রমোশন পেয়ে চারে নামলেন মোহাম্মদ মিঠুন। তবে এই উইকেটকিপার ব্যাটসম্যানের অভাব পূরণ করতে পারলেন কই!

জিম্বাবুয়ের বিপক্ষে হারারের প্রথম ওয়ানডেতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও মিঠুন লম্বা করতে পারেননি ইনিংস। ১৯ বলে ৪ বাউন্ডারিতে ১৯ রান করে সাজঘরে ফিরে গেছেন এই ব্যাটসম্যান। টেন্ডাই চাতারার বল তার ব্যাট ছুঁয়ে উইকেটকিপার ‍রেগিস চাকাভার গ্লাভসে জমা পড়ে।

মিঠুনের বিদায়ে বাংলাদেশের চাপ আরও বাড়ে। খানিক পর অবস্থা আরও খারাপ হয় মোসাদ্দেক হোসেনর বিদায়ে। রিচার্ড এনগারাভা শিকার হয়ে মাত্র ৫ রানে ফিরে যান মোসাদ্দেক। তার বিদায়ে ৭৪ রানে সফরকারীরা হারায় চতুর্থ উইকেট। তার আগে সুবিধা করতে পারেননি তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

টপ অর্ডারের ব্যর্থতার পর ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। ২৭ ওভারে রান ছিল ৪ উইকেটে ১০৬।

আগ্রাসী মনোভাব কাল হলো সাকিবের

চাপ নিয়ে খেলতে একেবারেই পছন্দ না সাকিব আল হাসানের। তাই তামিম ইকবাল দ্রুত আউট হওয়ার পরই স্বভাবসুলভ ব্যাটিংয়ে করেন শুরু। তবে পরিস্থিতির দাবি না মিটিয়ে একটু যেন বেশিই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন তিনি। আর সেটাই কাল হলো তার!

আউট হয়ে গেছেন সাকিব। তার ব্যাট রানে ফেরার ইঙ্গিত দিলেও বেশিদূর যেতে পারেননি। ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আগের ওভারের শেষ বলে জোরে ব্যাট চালিয়েছিলেন, বলে না লাগায় ক্ষোভও ঝারেন শূন্যে ব্যাট আঘাত করে। ওই ওভারের শেষে নতুন ওভারে নিজের মুখোমুখি প্রথম বলে আবারও শট খেললেন, এবার ধরা পড়লেন কভারে।

ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়েছেন সাকিব। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কভারে ক্যাচ দেন রায়ান বার্লের হাতে। ২৫ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারিতে।

সাকিবের বিদায়ে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। স্কোর ১২ ওভারে ২ উইকেটে ৪৭।

দলীয় রান ০, তামিমও ০

তামিম ইকবাল নিজেই বলেছিলেন, হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে প্রথম এক ঘণ্টা হবে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। তো টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকে কথার মতোই সংগ্রাম করতে থাকেন তিনি। তবে সেটা কাটিয়ে উঠতে পারলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন তামিম। দলীয় স্কোরে কোনও রান যোগ হওয়া আগে প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্লেসিং ‍মুজারাবানির লাফিয়ে ওঠা বেশ বাইরের বল কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে। তিনি যখন আউট হন ২.১ ওভার খেলা হলেও বাংলাদেশের স্কোরের ঘর ছিল শূন্য।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সফরকারীদের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৩ রান।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ (শুক্রবার) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে সফরকারীরা। ব্যক্তিগত কারণে মুশফিকুর রহিম খেলতে পারবেন না গোটা সিরিজে, আর চোটের কারণে প্রথম ওয়ানডের একাদশে নেই মোস্তাফিজুর রহমান।

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেন করেছিলেন নাঈম শেখ। তবে মূল লড়াইয়ের একাদশে জায়গা হয়নি তরুণ ব্যাটসম্যানের। লিটন দাসই থাকছেন তামিমের ওপেনিং সঙ্গী। ওয়ান ডাউনে সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আরও রয়েছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুউল্লাহ ও আফিফ হোসেন।

তাদের সঙ্গে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে লম্বা ব্যাটিং লাইনআপ। পেস বোলিং আক্রমণে দুজন- তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদেশ আছেন দুই নতুন মুখ। ওয়ানডে অভিষেক হয়েছে দুই টপ অর্ডার ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সের। তবে একাদশ নেই সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, টিমাইসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংউই, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল