X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

টেলরকে ফিরিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২১, ১৯:১৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৯:১৭

২৭৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাংলাদেশের বোলিংটাও হয়েছে প্রত্যাশা মতো। প্রথম ওয়ানডেতে ২৭৭ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের স্কোর ১৮.২ ওভার শেষে ৪ উইকেটে ৯০ রান। ক্রিজে আছেন রায়ান বার্ল (১) ও চাকাভা (৩২)।

ভালো লেংথের বলে শুরুতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের। তাতে আসে সফলতাও। অভিষেকেই ডাক মেরে ফিরেছেন মারুমানি। সাইফউদ্দিনের ভালো লেংথের বল কাট করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। পঞ্চম ওভারে উইকেট উৎসবে যোগ দেন পেসার তাসকিন আহমেদও। তার বলে মিডল স্টাম্প উপড়ে যায় ৯ রানে ব্যাট করতে থাকা ওপেনার মেধেভেরের।

ডিয়োন মায়ার্স অবশ্য অধিনায়ক টেলরকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগী ছিলেন। কিন্তু যে শটে আউট হলেন, সেটাকে দুর্ভাগ্য বলতেই হবে। শরিফুলের বল পুল করতে গিয়ে টপ এজ হয়ে ধরা পড়েন মোসাদ্দেকের হাতে। ২৪ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করেছিলেন অভিষিক্ত মায়ার্স। 

‘টপ এজ’ ভাগ্য বরণ করতে হয়েছে দুইশোতম ওয়ানডে খেলতে নামা ব্রেন্ডন টেলরকেও। দৃঢ়চেতা মনে হলেও সাকিবের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলেছিলেন। স্লগ সুইপ করতে গিয়েই বল টপ এজ হয়ে জমা পড়ে তাসকিনের হাতে। মাইলফলকের ম্যাচটা তাতে রাঙানো হলো না তার। ফিরে গেছেন ২৪ রানেই। তার উইকেট নিয়েই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যান সাকিব। টপকে যান মাশরাফি বিন মুর্তজাকে।  

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও বলার মতো ছিল না বাংলাদেশের। টপ অর্ডারের ব্যর্থতায় লিটন দাস নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে সময়োপযোগী এক ইনিংস খেলেছেন। ‘প্রিয়’ প্রতিপক্ষ জিম্বাবুয়েকে সামনে পেয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আর তার সেই ইনিংসটাতেই বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। হারারের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। তামিম ইকবাল-সাকিব আল হাসানদের ব্যর্থতার ভিড়ে একপ্রান্ত আগলে রেখে লিটন খেলেছেন ১০২ রানের ঝলমলে ইনিংস। শেষ দিকে আফিফ হোসেনের (৩৫ বলে ৪৫) ঝড় ও মেহেদী হাসান মিরাজের (২৫ বলে ২৬) কার্যকরী ব্যাটিংয়ের আগে মাহমুদউল্লাহর (৫২ বলে ৩৩) লড়াকু ব্যাটিং-ই বাংলাদেশের ইনিংসের হাইলাইটস।

অথচ শুরুটা দেখলে যে কেউই বলবে- এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে অসাধারণভাবেই। শুরুতে রানের খাতা খোলার আগেই আউট হন তামিম। দলীয় স্কোরে কোনও রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

তামিম ইকবাল দ্রুত আউট হওয়ার পর স্বভাবসুলভ ব্যাটিংয়ে সূচনা করেছিলেন সাকিব। তবে পরিস্থিতির দাবি না মিটিয়ে একটু যেন বেশিই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন। আর সেটাই কাল হয় তার! ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এর পর হতাশ করেন মিঠুন-মোসাদ্দেকও। ১৯ বলে ৪ বাউন্ডারিতে ১৯ রান করে সাজঘরে ফিরে গেছেন মিঠুন। খানিক পর অবস্থা আরও খারাপ হয় মোসাদ্দেক হোসেনর বিদায়ে। রিচার্ড এনগারাভা শিকার হয়ে মাত্র ৫ রানে ফিরে যান মোসাদ্দেক।

টপ অর্ডারের ব্যর্থতায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ দাঁড়িয়ে গিয়েছিলেন। একটু একটু করে ইনিংসের ভিত গড়ে আশা জাগাচ্ছিলেন। এমনকি ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন। তবে বেশিদূর যেতে পারেননি। তার প্রতিরোধ ভেঙে উৎসব করেছে জিম্বাবুয়ে। মাহমুদউল্লাহ ৩৩ রানে আউট হয়েছেন। তার বিদায়েই ভাঙে লিটনের সঙ্গে ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।

তবে অপরপ্রান্ত আগলে সেঞ্চুরি ঠিকই তুলে নেন লিটন। সব মিলিয়ে ১১০ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান এই ব্যাটসম্যান। রিচার্ড এনগারাভার বলে আউট হওয়ার আগে ১১৪ বলে করেন ১০২ রান।

ততক্ষণে অবশ্য আফিফের সঙ্গে ৪০ রানে জুটি গড়েন তিনি। এই জুটি ভাঙলে আফিফ ও মিরাজ ৪২ বলে তুলেন ৫৮ রান। আফিফ, মিরাজ দ্রুত ফিরলেও স্কোরবোর্ড সমৃদ্ধ করে দিয়েছেন। শেষ দিকে সাউফউদ্দিন ৮ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন শরিফুল (০)।

জিম্বাবুয়ের হয়ে ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন লুক জঙউই। দুটি করে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। একটি নিয়েছেন টেন্ডাই চাতারা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে