X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায়  ‘গরু কাণ্ড’

এস এম আববাস
১৮ জুলাই ২০২১, ১৯:১৬আপডেট : ১৯ জুলাই ২০২১, ০০:৫৪

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গরুর হাট বসিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছিল গত শনিবার (১৬ জুলাই) রাতে। দিনভর প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওইদিন হাট উঠে গেলেও এর রেশ কাটেনি। সম্প্রতি এই ‘গরুর হাট’ কাণ্ডের ঘটনায় প্রতিকার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের কাছে অভিযোগ করেছেন অধ্যক্ষ কামরুন নাহার। থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে জানান তিনি। এদিকে গরুর হাট ও কলেজ ক্যাম্পাসে স্থাপন করা ফকরুদ্দিন বিরিয়ানি ও ডেকোরেটর উঠিয়ে দিতে সোমবার (১৯ জুলাই) সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে অভিভাবক ফোরাম।

জানতে চাইলে অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ‘এই ঘটনায় থানায় জিডি করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে অভিযোগ করে প্রতিকার চেয়েছি। পুলিশ ও অভিভাবকদের সহযোগিতায় ক্যাম্পাসে বসানো হাট উঠাতে সক্ষম হয়েছি।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুজন বলেন, কমিটির দু-একজন সদস্যের সঙ্গে যোগাযোগ করে ভিকারুননিসার মধ্যে হাট বসিয়েছিল ফকরুদ্দিন বিরিয়ানি ও ডেকোরেটরের লোকজন। এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো কাল সোমবার। কলেজ ক্যাম্পাস থেকে ফকরুদ্দিন বিরিয়ানি ও ডেকোরেটরকে উঠিয়ে দিতে হবে। শিক্ষার পরিবেশ ফেরাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফকরুদ্দিন বিরিয়ানি ও ডেকোরেটরের ম্যানেজার বলেন, আমরা কোরবানির গরু রেখেছিলাম মাঠে, আমাদের ভাড়া নেওয়া জায়গায়। গরুর হাট নয় ওটা, বেশি গরুও ছিল না। পরে প্রতিষ্ঠানের সম্মানে গরু সরিয়ে নিয়েছি।

অভিভাবকরা জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ক্যাম্পাসের ভেতর গরুর হাট বসানো শুরু করে কিছু লোক।  শুক্রবার (১৬ জুলাই) দিনভর হাট চলার পর অভিভাবকদের বাধার মুখে ওইদিনই হাট সরিয়ে নেওয়া হয়।  গরুর হাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এটি প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার জন্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছিল বলে অভিযোগ করেন অভিভাবকরা।   অধ্যক্ষ বলেন, তাকে সরিয়ে দিতে এই বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়।

অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ‘মাত্র সাত মাস আগে এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি। করোনার বন্ধের সময় ম্যানেজিং কমিটির কিছু সদস্য নানা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। কিছু সদস্যের অর্থ উপার্জনের রাস্তা বন্ধ করে দিয়েছি। সে কারণে কেউ কেউ ক্ষুব্ধ। তাদের সহযোগিতায় ফকরুদ্দিন বিরিয়ানির লোকজনসহ অনুমতি না নিয়ে গরুর হাট বসায় ক্যাম্পাসের মধ্যে। কলেজে শিক্ষার পরিবেশ রক্ষায় তাদের উঠিয়ে দেওয়ার নোটিস করলে তারা আদালতে মামলা করে। করোনার কারণে শুনানি সম্পন্ন হয়নি।’

অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুজন বলেন, ‘কলেজ খোলা থাকলে ক্যাম্পাসে ফকরুদ্দিনের ব্যবসা চলে। ১১ নম্বর গেট দিয়ে মেয়েদের কলেজে প্রবেশ করতে হয়। এ সময় ফকরুদ্দিন বিরিয়ানির কর্মচারীরা খালি গায়ে ঘোরাফেরা করে। কলেজের মধ্যে এই অবস্থা শিক্ষার্থীদের জন্য বিব্রতকর।’

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া