X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দায়িত্ব নিলেন নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৬:১৪আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৭:৪১

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন ড. শামসুল আলম।

এ উপলক্ষে সোমবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পরিকল্পনা কমিশনে আমার পুনর্জন্ম হয়েছে। এটি অপূর্ব পাওয়া। দীর্ঘ ১২ বছর এই চত্বরে কাজ করার সুযোগ পেয়েছি। আজ থেকে নতুন দায়িত্ব পালন শুরু করলাম।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন এই প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেটি যাতে রক্ষা করতে পারি সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। টিম ওয়ার্কের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উন্নয়নকে এগিয়ে নিতে চাই।

ড. শামসুল আলম বলেন, ‘আমি কর্মজীবনে স্বচ্ছতার প্রমাণ দিতে পেরেছি। দেশটাই আমরা কাছে বড়। আমার হাতে যত পরিকল্পনা হয়েছে সবক’টিই গ্রহণযোগ্যতা পেয়েছে। সবার প্রশংসাই পেয়েছি।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের সব শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

আমাদের সঙ্গে আধুনিক নতুন ইঞ্জিন যোগ হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ‘আমাদের সঙ্গে আধুনিক ও নতুন ইঞ্জিন যোগ হয়েছে। সুতরাং কাজের গতি আরও বাড়াতে হবে। কাজের গভীরতা ও ব্যাপ্তি অনেক বাড়বে বলেই আশা করি। ড. শামসুল আলম আমাদের সঙ্গে ছিলেন। আবারও নতুন করে দায়িত্ব পাওয়ায় আমরা অনেক বেশি খুশি হয়েছি।

পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারীর সভাপতিত্বে এ সময় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশিদ, মোছাম্মৎ নাসিমা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
বৈদেশিক ঋণের অর্থ ছাড়কে অগ্রাধিকার দেবো: পরিকল্পনামন্ত্রী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ