X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

খুশির মাঝে সাকিবের খানিক আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ০০:৩৮আপডেট : ২১ জুলাই ২০২১, ০০:৩৮

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বল হাতে সাফল্য পেলেও সাকিব আল হাসানের ব্যাট হাসছিল না। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এই সিরজেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য মাইলফলকে পৌঁছান বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাট-বলে হাতে চমৎকার পারফরম্যান্সের পর ক্যারিয়ারে সপ্তমবারের মতো হয়েছেন সিরিজসেরা। এমন অর্জনে খুশি হলেও অন্য কারণে কিছুটা আক্ষেপও রয়েছে সাকিবের।

তিন ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১৪৫ রান ও বল হাতে সর্বোচ্চ ৮ উইকেট সাকিবের। শেষ ম্যাচে খানিকটা আক্ষেপ থাকলেও দলগত অর্জনে বেশি খুশি সাকিব, ‘আজকের (তৃতীয় ওয়ানডে) উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ব্যাটে বল আসছিল। আমি মনে করি, আজ (মঙ্গলবার) বড় ইনিংস খেলার সুযোগ হারিয়েছি। তবে খুব ভালো লাগছে দলের হয়ে অবদান রাখতে পেরেছি। ৩-০ ব্যবধানে সিরিজ জয় সহজ ছিল না। এজন্য দলের প্রত্যেককে কৃতিত্ব দিতে হবে।’

ফর্মহীনতা নিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করেছিলেন সাকিব। তবে ওয়ানডে সিরিজ শেষে রানে ফেরায় ভীষণ স্বস্তি তার, ‘খুশি, যেভাবে অবদান রাখতে পেরেছি। অবশ্য ভালোর তো শেষ নেই। সেই দিন থেকে আরও বেশি ভালো করতে পারলে, আরও ভালো লাগতো। তারপরও যেভাবে সিরিজটি গিয়েছে আমি খুব খুশি।’

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েক উড়িয়ে দিলেও শেষ দুটি ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। তবে সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছে দল। বিষয়টি নিয়ে সাকিব বলেছেন, ‘এই সিরিজে বেশ কিছু জায়গায় আমাদের পরীক্ষা হয়েছে। আমার মনে হয়, সেই পরীক্ষাগুলো ভালোভাবেই উতরাতে পেরেছি। আমি আগেই বলেছি, ভালোর শেষ নেই। এখান থেকে সিরিজ বাই সিরিজ যতোটা ভালো করা যাবে, ততোই আমাদের জন্য ভালো। এভাবে উন্নতি করতে পারলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে