X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জলবায়ু সংকট মোকাবিলায় মুখ্য হিট অফিসার নিয়োগ

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২১, ০১:২১আপডেট : ২৪ জুলাই ২০২১, ০১:২১
image

জলবায়ু সংকট সংক্রান্ত সমস্যা মোকাবিলায় মুখ্য হিট অফিসার নিয়োগ দিয়েছে গ্রিসের রাজধানী এথেন্স কর্তৃপক্ষ। তাপপ্রবাহ, ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়া থেকে মানুষকে সুরক্ষা দিতে শুক্রবার এই নিয়োগ দিয়েছেন এথেন্সের মেয়র। ইউরোপে এই ধরনের নিয়োগ এটাই প্রথম। এর আগে বিশ্বের প্রথম হিসেবে এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-দাদে কাউন্টিতে এই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এথেন্সের মেয়র হিসেবে কোসটাস বাকোয়ান্নিস মুখ্য হিট অফিসার নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ পেয়েছেন এলেনি মাইরিভিলি। তিনি বলেন, আমরা বৈশ্বিক উষ্ণতা নিয়ে বিগত কয়েক দশক ধরে কথা বলে আসছি, তবে তাপ নিয়ে খুব বেশি কথা হয়নি।’

মুখ্য হিট অফিসার হিসেবে মাইরিভিলির কাজ হবে ভবনে এয়ার কন্ডিশনের বাইরে এথেন্সকে শীতল রাখার উপায় বের করা করা। গাছ লাগানো, সবুজ এলাকা তৈরি করা আর ভবন নির্মাণের উপকরণ পরীক্ষা ছাড়াও সড়ক ও ভবনের পুনরায় নকশা তৈরি করা।

সবুজ অঞ্চল ও শেড নির্মাণে বেশ কিছু পরিকল্পনা ঘোষণা করেছে এথেন্স কর্তৃপক্ষ। বেশি ঘনত্বের ভবন যেসব এলাকায় রয়েছে সেসব এলাকার মধ্য দিয়ে শীতল রাস্তা তৈরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া ইতোমধ্যেই শহরটির বাসিন্দা এ পর্যটকদের আবহাওয়া সম্পর্কে সতর্ক করতে একটি স্মার্টফোন অ্যাপ ব্যবহার করা হচ্ছে।

এই বছর জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব প্রত্যক্ষ করেছে বিশ্ব। ইউরোপের বহু অংশে রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা গেছে। জার্মানি ও বেলজিয়ামে ব্যাপক বন্যা হয়েছে। বন্যা আঘাত হেনেছে চীনেও। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিশাল এলাকা জুড়ে দাবানলও দেখা গেছে।

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!