X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জরিমানা পরিশোধ না করে পুলিশ পরিদর্শককে পেটানোর অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৪:০৭আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪:০৭

নীলফামারীর সৈয়দপুরে কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে আতিফ আলতাফ (২৮) নামে এক যুবককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করেই তিনি গাড়ি নিয়ে পালিয়ে যান। এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ধাওয়া করে আটক করলে ক্ষিপ্ত হয়ে আতিফ তাকে মারধর করে পোশাক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ জুলাই) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আতিফ শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর সেনানিবাস এলাকার সিএসডি মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন আতিফ আলতাফ। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার গতিরোধ করেন। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ঘটনাস্থলেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম তাকে এক হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জরিমানার টাকা পরিশোধ না করেই গাড়ি নিয়ে পালিয়ে যান আতিফ। এরপর পুলিশ কর্মকর্তা আতাউর ধাওয়া করে তাকে শহরে বঙ্গবন্ধু সড়কের নেসকো অফিসের কাছে আটক করেন। এ সময় গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ পরিদর্শকের গায়ে হাত তোলেন এবং পোশাক ছিঁড়ে দেন আতিফ।

সৈয়দপুর থানার ওসি জানান, ভ্রাম্যমাণ আদালত অমান্য, পুলিশের গায়ে হাত তোলা ও লকডাউন ভাঙার মতো একাধিক অপরাধ সংঘটিত করেছেন আতিফ। তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে রাতেই সৈয়দপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

পুলিশের হাতে আটক আতিফ আলতাফ বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ছেলের বউভাতে কলেজের মাঠ রাজকীয় সাজে সাজিয়ে কোটি টাকা খরচ করে আলোচনায় এসেছিলেন ব্যবসায়ী আলতাফ হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৩০৫
তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-লাঠি বহন নিষিদ্ধ: ডিএমপি
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন