X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ফেসবুকে ভিডিও ভাইরালের পর মামলা, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৫:২৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৫:৩৩

সম্প্রতি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে এক যাত্রীকে বেদম মারধর করেন ট্রলারের ইজারাদারের লোকজন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। পরে স্থানীয়দের সমালোচনা ও প্রতিবাদের মুখে পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়। দেওয়া হয় মামলা করার পরামর্শ। সে অনুযায়ী মামলার পর অভিযুক্ত একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে এখনও অভিযুক্ত চার জন গ্রেফতার হয়নি। 

জানা যায়, গত ১৯ জুলাই এ ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও ভাইরাল হলে ২০ জুলাই হামলার শিকার মুলাদী পৌরসভার বাসিন্দা রাসেল হাওলাদার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই রাতে তুহিন সরদার নামের একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়িও মুলাদীতে।

বাদী জানান, ঘটনার দিন খেয়া পাড়াপাড়ের ট্রলারযোগে মুলাদীর প্রান্ত থেকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে আসেন তিনি। ফেরিতে ওঠার আগে ট্রলারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করে ইজাদারের লোকজন। এ নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ট্রলারে ফেলে তাকে বেদম মারধর করা হয়।

ভুক্তভোগী রাসেল হাওলাদার বলেন, ‘মারধরের এক পর্যায়ে ট্রলারের যে স্থানে মেশিন থাকে সেখানে আমাকে ছুড়ে ফেলা হয়। এতেও সন্ত্রাসীদের মন ভরেনি। তারা লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন।’

তিনি আরও বলেন, স্থানীয় এক ব্যক্তি বিষয়টি মোবাইলফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এরপর মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জবাসী হামলার বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় তোলেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়লে তারা আমাকে খবর দিয়ে মামলা করতে বলেন। পরদিন ওই পাঁচ সন্ত্রাসীকে অভিযুক্ত করে মামলা দায়ের করি। এদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। এখনও চার আসামি পলাতক রয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, এজাহারভূক্ত এক আসামিকে মামলা দায়েরের পরপরই গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে বাকি আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
শরীয়তপুর জেলা প্রশাসকের ‘আপত্তিকর ভিডিও’ ভাইরাল
‘বিএনপির কথা শুনবে, না হয় ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে