X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যুতে আইন সচিবের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ১৩:০৯আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩:০৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবস্থিত কুল্লাপাথর শহিদ স্মৃতিসৌধের তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ।

বুধবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গণমাধ্যমে এ শোকবার্তা পাঠানো হয়েছে।

শোকবার্তায় আইন সচিব বলেন, মরহুম আব্দুল করিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন, শোষণ ও বঞ্চনা থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য  ১৯৭১ সালে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দুই  নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ৫১ জন শহিদ মুক্তিযোদ্ধাকে  তার পৈত্রিক ৬৫ শতাংশ জমিতে সমাহিত করেন এবং আজীবন এই সমাধিস্থল রক্ষণাবেক্ষণ  করেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিমের মৃত্যুতে আমরা কসবাবাসী তথা সমস্ত  ব্রাহ্মণবাড়িয়াবাসী এক মহান ব্যক্তিত্বকে হারালাম, যার শূন্যতা পূরণ হওয়ার নয়।"

পাশাপাশি আইন মন্ত্রণালয় সচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি শোকবার্তায় জানান, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের এ তীর্থভূমিতে স্থানীয়  সংসদ সদস্য এবং  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের  মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ।

প্রসঙ্গত, আব্দুল করিম  মঙ্গলবার (২৭ জুলাই) রাতে রাজধানীর কুর্মিটোলা  হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত  হয়ে  সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পুত্র, কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক