X
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

সেকশনস

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৫:২৪

বাংলা ট্রিবিউনে গত ২৪ জুলাই প্রকাশিত ‘মুখ চেনা হলেই খুলে বসেন রাজনীতির দোকান’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ প্রতিবাদ পাঠিয়ে দাবি করেছে তারা কোনও ভুঁইফোড় সংগঠন নয়। প্রতিবাদ পাঠানো ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়কারী মীর এম এম শামীম। প্রতিবাদ লিপির বিষয়ে এম এম শামীমের সঙ্গে বাংলা ট্রিবিউনের টেলিফোনেও কথা হয়েছে।

এম এম শামীম সাক্ষরিত প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ হঠাৎ গজিয়ে উঠা কোনও ভূঁইফোড় সংগঠন বা রাজনীতির দোকান অথবা সেলফি নির্ভর সংগঠন নয়। সংগঠনটি ২০০২ সালের ২৫ জানুয়ারি গঠিত এবং এর কার্যালয় ১৬/এ বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

 এতে দাবি করা হয়, ২০১৬ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে বিশেষ প্রতিনিধি সভায় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং বর্তমান  পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া  আওয়া মীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ড. মশিউর মালেক নির্বাহী সভাপতি নির্বাচিত হয়ে অদ্যবধি সংগঠনের পক্ষে নিজ নিজ দায়িত্ব পালন করে আসছেন।

এতে আর বলা হয় , বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনের নামসর্বস্ব যত ‘লীগ’ অংশের ২১ নম্বরে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’-এর নাম দেখে আমরা বিস্মিত, ক্ষুব্ধ এবং ব্যথিত। বঙ্গবন্ধু ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের ট্রাস্ট আইন অনুযায়ী নিবন্ধিত এবং এর গঠনতন্ত্র ও লোগো সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত।

এদিকে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এম এম শামীম দাবি করেন, তাদের সংগঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। তবে এখনও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে আনুষ্ঠানিক অনুমোদন দেননি বলে স্বীকার করেন। প্রসঙ্গত নিয়ম হলো, বঙ্গবন্ধুর নামে কোনও সংগঠন পরিচালনা করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান।

অবশ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রকাশিত একটি স্যুভেনিরে প্রধানমন্ত্রী একটি বাণী দিয়েছেন বলে শামীম জানিয়েছেন।

ওই প্রতিবেদনের বিষয়ে প্রতিবেদকের সুস্পষ্ট বক্তব্য হলো, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ নামে অন্তত চারটি সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে যারা চলমান লকডাউনের কারণ মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সক্রিয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে একাধিক ভুঁইফোড় সংগঠনও থাকার কথা এম এম শামীম এর প্রতিবাদ লিপিতেও রয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’-এর নাম ব্যবহার করে কিছু কুচক্রি মহল দেশে ও বিদেশে কমিটি বাণিজ্য ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ করছে বলে আমাদের নিকট তথ্য এসেছে। তাদের সঙ্গে মূল বঙ্গবন্ধু ফাউন্ডেশনর কোনও সম্পর্ক নাই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদনে ভুঁইফোড় সংগঠন হিসেবে প্রতিবাদলিপি পাঠানো বঙ্গবন্ধু ফাউন্ডেশনকেই নির্দিষ্ট করে চিহ্নিত করার হয়েছে এমন ভাবার সুযোগ নেই। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কথা উল্লেখ থাকলেও সংগঠনটি নেতৃত্বে কারা রয়েছেন বা সংগঠনটি ঠিকানা কী সেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। কেবলমাত্র সংগঠনটির নাম উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে একাধিক সংগঠন রয়েছে তাদের একটির www.bangabandhufoundation.org নামে একটি ওয়েবসাইটের অস্তিত্বও পাওয়া গেছে।

 

/ইএইচএস/এমআর/

সম্পর্কিত

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

কন্যা দিবস আর কন্যাশিশু দিবসের বিভ্রান্তি

কন্যা দিবস আর কন্যাশিশু দিবসের বিভ্রান্তি

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১৪

রাইড শেয়ার অ্যাপের সেই চালক শওকত আলম সোহেলকে একটি মোটরসাইকেল উপহার দিতে চায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দিন। শওকত রাজী থাকলে তিনি মোটরসাইকেলটি দ্রুত তাকে হস্তান্তর করবেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে। আমাদের অনেকগুলো কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচির একটি হলো ‘কর্জে হাসানা প্রজেক্ট’। এই প্রজেক্টের মাধ্যমে  অনেককেই সাইকেল, ভ্যান দেওয়া হয়েছে।’

এই প্রজেক্টের কাজের জন্য একটা মোটরসাইকেল নেওয়া হয়েছিল। সেটি তাদের অফিসেই রয়েছে। সোমবার দুপুরে বাড্ডা লিংক রোডে শওকতের মোটরসাইকেল পোড়ানোর দৃশ্য দেখে নাসির উদ্দিন মর্মাহত হয়েছেন। তাই এই মোটরসাইকেলটি তিনি শওকতকে দিতে চান, যাতে তার জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন।

নাছির উদ্দিন বলেন, ‘আমাদের প্রজেক্ট থেকে কেউ সহযোগিতা পেলে নিয়ম হচ্ছে সেটি ধীরে ধীরে শোধ করে দেওয়া। কিন্তু শওকতকে যেটি দেওয়া হবে, সেটার জন্য লোন শোধ করতে হবে না। আমি নিজেই তার দেনা শোধ করে দেবো। আমরা তাকে এটি উপহার দেবো।’

প্রসঙ্গত, সোমবার সকালে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় শওকত। এরপর পুলিশ তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টা কথা বলার পর তিনি ছাড়া পেয়ে জানান, পুলিশ বারবার মামলা দেওয়ায় তিনি তার বাইকটি পুড়িয়ে দিয়েছেন। তিনি আর রাইড শেয়ার করবেন না। রাগ থেকেই তিনি এটি পুড়িয়েছেন। 

/এআরআর/এনএইচ/

সম্পর্কিত

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

‘করোনাকালে তথ্য অধিকারের সংকোচন ঘটেছে’

‘করোনাকালে তথ্য অধিকারের সংকোচন ঘটেছে’

কন্যা দিবস আর কন্যাশিশু দিবসের বিভ্রান্তি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৮

ফেসবুকে কন্যা সন্তানের ছবি দিয়ে কমেন্টে ‘আজ কন্যাশিশু দিবস না’ লেখা পেয়ে কেউ মুছে ফেলছেন। আবার কেউ তর্ক করছেন, সেপ্টেম্বরের শেষ রবিবারই কন্যাশিশু দিবস। কেউবা বলছেন, ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস। 

তবে বিভ্রান্তি অন্য জায়গায়। একটি কন্যা দিবস (ডটার্স ডে) সেপ্টেম্বরের শেষ রবিবার আরেকটি জাতীয় কন্যাশিশু দিবস (গার্ল চাইল্ড ডে), যার জন্য নির্ধারিত দিন ৩০ সেপ্টেম্বর। আর আন্তর্জাতিক কন্যাসন্তান দিবস ১১ অক্টোবর যেটি জাতিসংঘভুক্ত দেশগুলো পালন করে। 

জেনে রাখা ভালো, কন্যা দিবস বাংলাদেশ পালন করে না। এটি ভারত তাদের জন্য তৈরি করেছে। দ্বিতীয়টি জাতীয়ভাবে বাংলাদেশে পালন করা হয়। 

কন্যা দিবস

ডটার্স ডে বা কন্যা দিবস সেপ্টেম্বর মাসে পালন করা হয়। সেই হিসেবে এবছর ২৬ সেপ্টেম্বর ছিল কন্যা দিবস। ভারতে এদিন পালনের চল শুরু হয়। কন্যা সন্তানদের গুরুত্ব ও তাদের বিষয়ে সচেতনতা তৈরির জন্য দিবসের উৎপত্তি। মেয়ে সন্তান ছেলে সন্তানের চেয়ে অগুরুত্বপূর্ণ নয় এবং তাদের জন্ম উদযাপনের বিষয়- এটি অভিভাবকদের বুঝানোই দিনটির উদ্দেশ্য। 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস 

বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ‘কারণ আমি একজন মেয়ে’ (Because I Am a Girl) নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসের সূচনা ঘটে। ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়।

জাতীয় কন্যাশিশু দিবস

প্রতিবছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। শিশু সপ্তাহের দ্বিতীয় দিন ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। 

কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি বাংলা ট্রিবিউনকে বলেন, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ১১ অক্টোবর, সেটি সার্বজনীন। এর বাইরে প্রতিটি দেশ নিজেদের সুবিধা মতো জাতীয়ভাবে আরেকটি দিন কন্যাশিশু দিবস পালন করে। ডটার্স ডে’টা হঠাৎ-ই কয়েক বছর ধরে বিভ্রান্তি তৈরি করছে। এই ডটার্স ডে জাতিসংঘের নির্ধারিত দিবস না। বাংলাদেশেও এটা পালনের চল কোনোদিনই ছিল না। 

‘আমরা যারা শিশুদের নিয়ে কাজ করি তাদের ৫৪টি সংগঠন একসঙ্গে হয়ে একটি দিবসের পরিকল্পনা ছিল। ১৯৯০ সালে কন্যাশিশু দশক নির্ধারিত হয়। ২০০০ পর্যন্ত সেই দশক শেষ হলে সে বছর থেকেই বেসরকারিভাবে দিবস আকারে পালন শুরু হয়। যেহেতু শিশু অধিকার সপ্তাহ শুরু হয় ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর। সেহেতু মনে রাখার সুবিধার্থে শিশু সপ্তাহ শুরুর দ্বিতীয় দিনে জাতীয় কন্যাশিশু দিবস নির্ধারণ করা হয়। ২০০৩ সালে মন্ত্রণালয় সার্কুলার দিয়ে এই দিনটিকে সরকারিভাবে পালনের কথা ঘোষণা করে। এরপর থেকে সরকারিভাবে পালন করা হচ্ছে। তবে কয়েক বছর ধরে এসময়টায় প্রধানমন্ত্রী দেশে না থাকার কারণে পরবর্তীতে অক্টোবরের শুরুতে সুবিধাজনক দিনে উদযাপন করা হয়।’

/এনএইচ/ 

সম্পর্কিত

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বেশি মুনাফা পেতে মানহীন চিকিৎসা সামগ্রী বিক্রয় করতো মুন্না

বেশি মুনাফা পেতে মানহীন চিকিৎসা সামগ্রী বিক্রয় করতো মুন্না

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫

রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ফুলি বেগম (৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে সবুজবাগের মায়াকানন মসজিদের পেছন দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মাণাধীন একটি ভবনের ৫ম তলা থেকে ইট মাথায় পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান ফুলি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী।  

তিনি বলেন, খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। 

নিহত ফুলি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামের মৃত ছবেদ আলীর মেয়ে। ছেলেকে নিয়ে সবুজবাগ মায়াকানন এলাকায় থাকতো সে। 

/এআরআর/এআইবি/এনএইচ/

সম্পর্কিত

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

‘করোনাকালে তথ্য অধিকারের সংকোচন ঘটেছে’

‘করোনাকালে তথ্য অধিকারের সংকোচন ঘটেছে’

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০৮

রাজধানীর বারডেম হাসপাতালের কেবিন থেকে আনজুম আরা (৭০) নামে এক রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের ১৫ তলার ১৫২৭ নম্বর কেবিন থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে; গত ২৫ সেপ্টেম্বর ওই নারী ইউরিন ইনফেকশন, পেটে ব্যথা ও ডায়াবেটিকসহ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হয়।

‘সন্ধ্যায় ওই নারীর স্বজনরা হাসপাতালের বাইরে ওষুধ কিনতে যায়। ফিরে এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেলে লোকজন কেবিনের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কেবিনের দরজার ডোর ক্লোজারের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। ধারণা করা হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সহ্য করতে না পেরে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই নারী পরিবারের সঙ্গে ধানমন্ডি এলাকায় থাকতো। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এআরআর/এনএইচ/

সম্পর্কিত

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

‘করোনাকালে তথ্য অধিকারের সংকোচন ঘটেছে’

‘করোনাকালে তথ্য অধিকারের সংকোচন ঘটেছে’

বেশি মুনাফা পেতে মানহীন চিকিৎসা সামগ্রী বিক্রয় করতো মুন্না

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০১

মিরপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মানহীন চিকিৎসা সরঞ্জামসহ কালোবাজারি চক্রের মূলহোতা কাওছার হামিদ মুন্নাকে (২৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। 

আটক মুন্না দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে বেশি মুনাফা লাভের আশায় নিম্নমানের চিকিৎসা সামগ্রী প্রতারণার উদ্দেশে লোকজনের কাছে বিক্রয় করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছিল।

সোমবার (২৭ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেক হক বিষয়টি নিশ্চিত করেন। 

আটক মুন্নার বাড়ি ফেনী। সে কালোবাজারি চক্রটির মূলহোতা। অভিযানে তাদের কাছ থেকে নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদি ২ হাজার ৪৩০টি পালস্ অক্সিমিটার, ১৮৬টি ইনফারেড থার্মোমিটার জব্দ করা হয়।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এই কালোবাজারি চক্রের মূলহোতাকে আটক করে। 

জব্দকৃত মালামাল

র‍্যাব-৪ এর সিও জানান, জব্দ মালামাল সম্পর্কে প্রয়োজনীয় কাগজপত্র, বোর্ডের অনুমোদন, ট্রেড লাইসেন্স কী ধরনের ব্যবসার উল্লেখ, জয়েন স্টক এক্সচেঞ্জের অনুমোদন, মহাপরিচালক ঔষধ প্রশাষন অধিদফতরের এনওসি, মহাপরিচালক ঔষধ প্রশাসন অধিদফতরের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনও বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। 

জিজ্ঞাসাবাদে করোনা পরবর্তী সময়ে স্কুল-কলেজ খুললে জব্দকৃত জাম্পার পালস্ অক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটারের ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফা লাভের আশায় মজুদ রেখে বিক্রি করে আসছিল। 

তিনি জানান, জব্দ করা মালামাল ঔষধ প্রশাসন অধিদফতরের একজন প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করে জানা যায়; জাম্পার পালস্ অক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটার সকলের দেহে একই তাপমাত্রা প্রদর্শন করে।  

তিনি আরও জানান, জাম্পার পালস্ অক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটার নিম্নমানের, যা ব্যবহার যোগ্য নয়। 

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

/এআরআর/এনএইচ/

সম্পর্কিত

মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে চার্জশিট

মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে চার্জশিট

পদোন্নতিপ্রাপ্ত  ১৫৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

পদোন্নতিপ্রাপ্ত ১৫৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

পরীমণির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দিতে প্রতিবেদন

পরীমণির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দিতে প্রতিবেদন

‌এনআরবি ব্যাংকের পরিচালক বদিউজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

‌এনআরবি ব্যাংকের পরিচালক বদিউজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

কন্যা দিবস আর কন্যাশিশু দিবসের বিভ্রান্তি

কন্যা দিবস আর কন্যাশিশু দিবসের বিভ্রান্তি

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বেশি মুনাফা পেতে মানহীন চিকিৎসা সামগ্রী বিক্রয় করতো মুন্না

বেশি মুনাফা পেতে মানহীন চিকিৎসা সামগ্রী বিক্রয় করতো মুন্না

সচেতনতায় জলাতঙ্কের নিশ্চিত মৃত্যু প্রতিরোধ সম্ভব 

সচেতনতায় জলাতঙ্কের নিশ্চিত মৃত্যু প্রতিরোধ সম্ভব 

মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে চার্জশিট

মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে চার্জশিট

দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৬৫ লাখ মানুষ

দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৬৫ লাখ মানুষ

পাঁচটি ল্যাবের বিষয়ে সম্মতি জানায়নি আরব আমিরাত, যাচ্ছে আরও দুটি ফ্লাইট

পাঁচটি ল্যাবের বিষয়ে সম্মতি জানায়নি আরব আমিরাত, যাচ্ছে আরও দুটি ফ্লাইট

‘ক্যানসার ঠেকাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি’

‘ক্যানসার ঠেকাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি’

সর্বশেষ

এইচএসসি পাসেই চাকরি, বেতন ২২ হাজার ৫০০ টাকা

এইচএসসি পাসেই চাকরি, বেতন ২২ হাজার ৫০০ টাকা

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

সেই চালককে মোটরসাইকেল উপহার দিতে চায় শামসুল হক ফাউন্ডেশন

শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ: জয়

শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ: জয়

কন্যা দিবস আর কন্যাশিশু দিবসের বিভ্রান্তি

কন্যা দিবস আর কন্যাশিশু দিবসের বিভ্রান্তি

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

© 2021 Bangla Tribune