X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রংপুর মেডিক্যালে একদিনে ১৫ মৃত্যু

রংপুর  প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৭:২৪আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৭:২৪

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বিষয়টি হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করলেও পরিচালকসহ কেউই এ নিয়ে কথা বলতে রাজি হননি। বরং করোনায় ও উপসর্গে মৃত্যুর খবর গণমাধ্যমকর্মীদের না দেওয়ায় ‌‘অঘোষিত নিষেধাজ্ঞা’ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গণমাধ্যমকে তথ্য না দেওয়ার ঘটনাকে ‌‘লুকোচুরি খেলা’ বলে অভিহিত করেছে করোনা প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সংগঠন। 

রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনাম বলেছেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাংবাদিকদের তথ্য না দিয়ে লুকানোর প্রবণতা দুঃখজনক। 

সিপিবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন বলেন, হাসপাতালটিতে এমনিতেই চিকিৎসা দেওয়ার নামে প্রহসন চলছে, তার ওপর তথ্য গোপন করা গুরুতর অপরাধ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিন জন নারী ও ১২ জন পুরুষ। তাদের অধিকাংশের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। 

হাসপাতালের একটি রুমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রোগী মারা যান, তাদের নাম-ঠিকানা সংবলিত কাগজ তাদের কাছে আসে। কিন্তু মৃতদের নাম-ঠিকানা গণমাধ্যমকর্মীদের না দেওয়ার নির্দেশনা থাকায় আমরা দিতে পারি না।’

এ ব্যাপারে রংপুর মেডিক্যালের পরিচালক ডা. রেজাউল ইসলাম বলেন, হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার কোনও তথ্য তার কাছে নেই। 

করোনায় ও উপসর্গে মৃতদের তথ্য কেন গণমাধ্যমকর্মীদের দেওয়া হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে তিনি কোনও কথা বলেননি। তবে তিনি বলেন, হাসপাতালে প্রতিদিন অনেকেই মারা যাচ্ছে এটা ঠিক।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের অন্যতম বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রংপুর বিভাগের আট জেলাসহ আরও অন্য জেলা থেকে চিকিৎসা নিতে আসে রোগীরা। হাসপাতালের বেড সংখ্যা কাগজ-কলমে এক হাজার হলেও বাস্তবে সেখানে রোগী থাকে দুই থেকে আড়াই হাজার। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যাও বাড়ছে। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, তিনি কয়েক দিন আগে কর্মস্থলে যোগদান করেছেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের। তারপরও বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

/এসএইচ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ