পোশাকের নেমপ্লেট খুলে যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (০১ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তৌহিদুল ইসলামকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। রাত ৯টায় জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান লকডাউনের মধ্যে গত ৫-৬ দিন এসআই তৌহিদুল ইসলাম বেগমগঞ্জের জমিদারহাট বাজারের প্রধান সড়কে নেমপ্লেট ছাড়া পুলিশ পোশাক পরে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। রবিবার বিকাল ৪টায় একটি যানবাহন থেকে চাঁদা তোলার সময় স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তখন স্থানীয়রা তাকে ভুয়া পুলিশ ভেবে দোকানের মধ্যে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
পরিদর্শক রুহুল আমিন বলেন, যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে তাৎক্ষণিকভাবে এসআই তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, যানবাহনে তল্লাশি চালানোর সময় স্থানীয়দের সঙ্গে বিতর্কে জড়ায় এসআই তৌহিদুল ইসলাম। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। এলাকার লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। চাঁদা তোলার অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।