X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

রাজনীতি ছাড়লেও এমপি পদ রাখবেন ভারতের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ০৪:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৪:৩৩
image

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদ হারিয়ে রাজনীতি ও পার্লামেন্টের আসন ছাড়ার ঘোষণা দিয়ে তা থেকে সরে এসেছেন বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গের এই এমপি জানিয়েছেন রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন তিনি। আসানসোল আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন বলিউডের গায়ক থেকে রাজনীতিতে আসা বাবুল। সোমবার বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের পর পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব হারান বিজেপির এমপি বাবুল সুপ্রিয়। গত শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্টাটাস দিয়ে রাজনীতি ও এমপি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

ওই সময় ফেসবুক পোস্টে বাবুল লেখেন, ‘আমি যাচ্ছি... বিদায়...আপনি সামাজিক কাজ করতে চাইলে, রাজনীতিতে না থেকেও করতে পারবেন।’ কয়েকজন রাজনৈতিক বিরোধী বাবুলের এই ঘোষণার সমালোচনা করেন। যেমন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বাবুলের এই ঘোষণা ‘নাটক।’

দুই দিনের মাথায় নিজের অবস্থান বদলে ফেলেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘এমপি হিসেবে কাজ চালিয়ে যাবো কিন্তু রাজনীতি ছাড়ছি। সাংবিধানিক পদ ব্যবহার করা চালিয়ে যাবো। রাজনীতিতে সক্রিয় না থেকে আমি সাংবিধানিক দায়িত্ব পালন করবো।’ তিনি বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। বাংলো ছেড়ে দিচ্ছি আর কলকাতা কিংবা মুম্বাইয়ে চলে যাবো।’

ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় স্বীকার করেন গত মাসে মন্ত্রিসভায় রদবদলে অবস্থান হারানোর কারণেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই বছরের বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে প্রার্থী হন বাবুল সুপ্রিয়। কিন্তু প্রায় ৫০ হাজার ভোটে হেরে যান তিনি।

/জেজে/
সম্পর্কিত
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে