X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে করোনায় আরও ১০ মৃত্যু, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০২১, ০৯:৩১আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৯:৩১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও এক হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষার পর এই তথ্য জানা গেছে।

এ নিয়ে চট্টগ্রামে ৮৫ হাজার ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৩ হাজার ৬১৫ জন মহানগর এলাকার, বাকি ২১ হাজার ৫২৯ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৪ জন। এর মধ্যে ৫৯১ জন নগরীর, বাকি ৪০৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গতকালের তুলনায় আজ চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও এক হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮৩৫ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৩৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে তিন হাজার ৪৫০টি নমুনা পরীক্ষায় এক হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৭৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৬৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৩২টি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ২৩৮ জন, বিআইটিআইডি ল্যাবে ২২৬ জন, চমেক ল্যাবে ১৯৩ জন, সিভাসু ল্যাবে ১০৫ জন এবং আরটিআরএল ল্যাবে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন ৮১৩ টি অ্যান্টিজেন টেস্টে ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করে ৬৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৭৫ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৩ টি নমুনা পরীক্ষায় ২৩ জন এবং ইপিক হেলথ কেয়ারে ২২৯টি নমুনা পরীক্ষা করে ১২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৪ টি নমুনা পরীক্ষায় ছয় জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার