X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
সাংবাদিক পরিচয়ে এমএলএম ব্যবসা

‘বিশ্ব প্রতারক’ রাকিবকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ২০:১১আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২০:১১

সাংবাদিক পরিচয় দিয়ে এমএলএম ব্যবসার নামে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাকিব হাসান নামের এক ব্যক্তিকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভুইয়া ও ফয়েজ উদ্দিন আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জামিন আবেদনের শুনানিকালে মামলার এজাহারে রাকিব হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ দেখে আদালত তাকে ‘বিশ্ব প্রতারক’ হিসেবে অভিহিত করেন।

এর আগে রাকিব হাসানের বিরুদ্ধে গত ১৮ মার্চ রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন লাকী আক্তার উর্মী নামের এক নারী। মামলার অভিযোগে বলা হয়, আসামি ‘নিউলাইভ গ্লোবাল প্রাইভেট লিমিডেট’ নামে একটি এমএলএম কোম্পানি প্রতিষ্ঠা করে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কোম্পানির ডায়মন্ড পদ দেওয়ার কথা বলে বাদিনীর কাছ থেকে এককালীন ৫ লাখ টাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়।

ওই মামলায় গত ২৯ মার্চ রাকিব হাসানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি। হাইকোর্টে দাখিল করা জামিন আবেদনে তিনি নিজেকে দৈনিক যুগান্তর পত্রিকা ও বেসরকারি টিভি একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন। শুনানি শেষে আদালত তাকে জামিন না দিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা