X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কৌশল পাল্টে প্রাদেশিক শহরে হামলা চালাচ্ছে তালেবান

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ২১:০১আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:০১

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের গ্রামীণ এলাকার বদলে এখন প্রাদেশিক শহরগুলোতে হামলা জোরদার করেছে। সশস্ত্র সংগঠনটির তিন কমান্ডার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সম্প্রতি তালেবানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার পর তারা এই কৌশল পাল্টেছে।

আফগানিস্তানে ২০ বছর যুদ্ধের দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে ৯০ শতাংশ মার্কিন ও বিদেশি সেনা চলে গেছে। ৩১ আগস্টের মধ্যে অবশিষ্ট সেনা প্রত্যাহার চূড়ান্ত হবে।

গত মাসে যুক্তরাষ্ট্রের একজন আঞ্চলিক কমান্ডার জানিয়েছেন, তালেবান হামলা বৃদ্ধির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও আফগানিস্তান বাহিনীর সহযোগিতায় বিমান হামলার সংখ্যা বাড়িয়েছে। মার্কিন এসব হামলার নিন্দা জানিয়েছে তালেবান।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে সীমান্তবর্তী হেরাত, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর ঘাহ এবং কান্দাহারে লড়াই তীব্রতর হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন তালেবান কমান্ডার জানান, তারা এখন হেরাত, কান্দাহার ও লস্কর গাহ এলাকা দখল করতে মনোনিবেশ করেছে।

কান্দাহারভিত্তিক এক কমান্ডার তাদের সামরিক প্রধানের কথা তুলে ধরে বলেন, মোল্লাহ ইয়াকুব যুক্তি তুলে ধরে বলেছেন, যুক্তরাষ্ট্র যখন তাদের প্রতিশ্রুতি রাখেনি তখন তালেবান কেন চুক্তি মেনে চলবে? মোল্লাহ ইয়াকুব সিদ্ধান্ত নিয়েছে কান্দাহার ও হেরাত দখলের। এখন হেলমান্দ এবং পরে কুন্দুজ, খোস্ত ও অন্যান্য প্রাদেশিক শহর।

এই কমান্ডারের দাবি, সামরিক নেতার এই যুক্তি গোষ্ঠীটির রাজনৈতিক নেতৃত্বও মেনে নিয়েছে।

এই বিষয়ে তালেবানের এক মুখপাত্রের সঙ্গে মন্তব্যের যোগাযোগ করা হলেও সাড়া পায়নি রয়টার্স। তালেবানের এক মুখপাত্র সুহাইল শাহীন জানান, শহরের চেয়ে গ্রামীণ এলাকা দখল ও সেখানে ইসলামি শরিয়া বাস্তবায়নের নীতি অব্যাহত রয়েছে।

কান্দাহারের ওই কমান্ডার বলেন, কান্দাহার ও হেরাতের অভিযান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের অগ্রাধিকার হলো কান্দাহার ও হেরাতের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বা বিমানঘাঁটি দখল করা।

কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও বলছে, গত মাসেই তালেবানের আক্রমণনীতিতে পরিবর্তন লক্ষ্য করা গেছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক আফসানদিয়ার মির বলেন, তালেবানরা প্রাদেশিক রাজধানীগুলোর দিকে আগাচ্ছে। তাদের এই অভিযান শুধু চাপ প্রয়োগের জন্য নয়, দখলের জন্য।

তিনি বলেন, এসব শহরে তালেবান উপস্থিতিই এটির পক্ষে বড় প্রমাণ। ঈদের পর তালেবানের নতুন নীতি চূড়ান্ত হয়েছে।

কান্দাহার ও হেরাত জনসংখ্যার দিক থেকে আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর। বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি শহর তালেবানের দখলে গেলে আফগান সরকারের জন্য তা বড় পরাজয় হবে এবং তালেবানের সঙ্গে শামিল হতে পারে অন্যান্য গোষ্ঠী।

তালেবানের অগ্রগতি পর্যালোচনা করা এক দক্ষিণ এশীয় কূটনীতিক বলেন, কান্দাহার দখল তালেবানের অনেক বড় বিষয়। এটি তাদের রাজধানী ছিল এবং আবার এটি দখল করা তালেবান যোদ্ধাদের নৈতিক মনোবল বাড়িয়ে দেবে। এজন্য আন্তর্জাতিক ভ্রকুটিও উপেক্ষা করতে পারে তালেবান।

এক পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা বলেন, মার্কিন বিমান হামলার স্পষ্ট প্রতিক্রিয়া তালেবানের নতুন হামলা। তালেবান দেখিয়ে দিয়েছে তারা এখন শুধু বাণিজ্যিক পয়েন্ট দখল করেই ক্ষান্ত হবে না।

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ