X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আপাতত টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের ২০ লাখ পোশাকশ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ০০:৪২আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:৪২

আপাতত করোনার টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকরা। তাদের টিকা দেওয়ার ব্যাপারে রবিবার (০৮ আগস্ট) রাত পর্যন্ত জেলা প্রাশাসনের কাছে কোনও সিদ্ধান্ত আসেনি। তবে কারখানার মালিক ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য টিকার আবেদন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় পোশাক কারখানা ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ২০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের প্রায় সবার জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জেলার। ফলে তারা নারায়ণগঞ্জে অবস্থান করলেও টিকা নিতে পারছেন না।

সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন কমিটির সদস্য মোহাব্বত হোসেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকদের গণটিকা কর্মসূচির আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, জেলায় পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিলে কমপক্ষে ২০ লাখ শ্রমিককে টিকা দিতে হবে। আমার জানামতে সরকারের কাছে এই মুহূর্তে এক জায়গায় দেওয়ার মতো এত টিকা নেই। তবে নতুন করে যেসব টিকা কেনার উদ্যোগ সরকার নিয়েছে, সেগুলো দেশে এলে পোশাকশ্রমিকদের দেওয়া সম্ভব হবে।  

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা পোশাকশ্রমিকদের টিকা দিতে পারি না। পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে এখনও নির্দেশনা আসেনি। তবে জেলার ২০-২২ লাখ পোশাকশ্রমিকের জন্য টিকার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। টিকা বরাদ্দ পেলে এবং প্রয়োজনীয় নির্দেশনা এলে শ্রমিকদের টিকা দেওয়া হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, পোশাকশ্রমিকদের টিকার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। তবে এখন পর্যন্ত ব্যবস্থা করা যায়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!