X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আপাতত টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের ২০ লাখ পোশাকশ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ০০:৪২আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:৪২

আপাতত করোনার টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকরা। তাদের টিকা দেওয়ার ব্যাপারে রবিবার (০৮ আগস্ট) রাত পর্যন্ত জেলা প্রাশাসনের কাছে কোনও সিদ্ধান্ত আসেনি। তবে কারখানার মালিক ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য টিকার আবেদন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় পোশাক কারখানা ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ২০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের প্রায় সবার জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জেলার। ফলে তারা নারায়ণগঞ্জে অবস্থান করলেও টিকা নিতে পারছেন না।

সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন কমিটির সদস্য মোহাব্বত হোসেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকদের গণটিকা কর্মসূচির আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, জেলায় পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিলে কমপক্ষে ২০ লাখ শ্রমিককে টিকা দিতে হবে। আমার জানামতে সরকারের কাছে এই মুহূর্তে এক জায়গায় দেওয়ার মতো এত টিকা নেই। তবে নতুন করে যেসব টিকা কেনার উদ্যোগ সরকার নিয়েছে, সেগুলো দেশে এলে পোশাকশ্রমিকদের দেওয়া সম্ভব হবে।  

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা পোশাকশ্রমিকদের টিকা দিতে পারি না। পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে এখনও নির্দেশনা আসেনি। তবে জেলার ২০-২২ লাখ পোশাকশ্রমিকের জন্য টিকার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। টিকা বরাদ্দ পেলে এবং প্রয়োজনীয় নির্দেশনা এলে শ্রমিকদের টিকা দেওয়া হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, পোশাকশ্রমিকদের টিকার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। তবে এখন পর্যন্ত ব্যবস্থা করা যায়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’