X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বাস অর্ধেক চলবে আর অর্ধেক চলবে না-এটার নিশ্চয়তা দেবে কে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৮:১০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৮:২২

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শিথিল করা হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। এ দিন থেকে গণপরিবহন চলবে জানিয়ে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, মোট সংখ্যার অর্ধেক বাস চলাচল করবে। এ সিদ্ধান্তের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‌‌‘অর্ধেক বাস চলবে আর অর্ধেক চলবে না-এটার নিশ্চয়তা দেবে কে?’

সোমবার (৯ আগস্ট) সড়ক ও জনপথ অধিদফতরের গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পূর্তকাজ দু’টি বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদফতর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। 

অর্ধেক পরিবহন চলবে প্রজ্ঞাপনের বিষয় নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের, সিদ্ধান্ত নেওয়ার আগে  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হতো। কারণ অর্ধেক গাড়ি চলবে, আর অর্ধেক চলবে না এটা নিশ্চয়তা কে দেবে? এটা ঠিকমতো হবে কিনা। আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। বিষয়টি এখন জেলা প্রশাসন ও পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে। তারা যদি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে ভালো কথা। এটা আমাদের এখতিয়ার নয়।’

তিনি বলেন, ‘আমরা পরিবহনে যেটা দেখবো। সেটা হলো গণপরিবহনে যত সিট তত যাত্রী কিনা? ঠিকমতো মাস্ক পরছে কিনা এবং ভাড়াটা ঠিকমতো নিচ্ছে কিনা। আর গাড়ি যাত্রার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে কিনা। এগুলো আমাদের দেখার বিষয়। এটা বিআরটিএ থেকে আমরা দেখবো।’ 

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘১১ তারিখ হতে আমাদের গণপরিবহন চালু হবে। সিদ্ধান্ত অনুযায়ী যত সিট তত যাত্রী। পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচল করবে। এ জন্য মালিক, শ্রমিকসহ সবার সহযোগিতা কামনা করছি।’

 

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
বিএনপিসহ স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী শক্তিকে প্রতিহত করবো: ওবায়দুল কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন