X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘বাস অর্ধেক চলবে আর অর্ধেক চলবে না-এটার নিশ্চয়তা দেবে কে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৮:১০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৮:২২

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শিথিল করা হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। এ দিন থেকে গণপরিবহন চলবে জানিয়ে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, মোট সংখ্যার অর্ধেক বাস চলাচল করবে। এ সিদ্ধান্তের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‌‌‘অর্ধেক বাস চলবে আর অর্ধেক চলবে না-এটার নিশ্চয়তা দেবে কে?’

সোমবার (৯ আগস্ট) সড়ক ও জনপথ অধিদফতরের গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পূর্তকাজ দু’টি বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদফতর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। 

অর্ধেক পরিবহন চলবে প্রজ্ঞাপনের বিষয় নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের, সিদ্ধান্ত নেওয়ার আগে  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হতো। কারণ অর্ধেক গাড়ি চলবে, আর অর্ধেক চলবে না এটা নিশ্চয়তা কে দেবে? এটা ঠিকমতো হবে কিনা। আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। বিষয়টি এখন জেলা প্রশাসন ও পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে। তারা যদি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে ভালো কথা। এটা আমাদের এখতিয়ার নয়।’

তিনি বলেন, ‘আমরা পরিবহনে যেটা দেখবো। সেটা হলো গণপরিবহনে যত সিট তত যাত্রী কিনা? ঠিকমতো মাস্ক পরছে কিনা এবং ভাড়াটা ঠিকমতো নিচ্ছে কিনা। আর গাড়ি যাত্রার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে কিনা। এগুলো আমাদের দেখার বিষয়। এটা বিআরটিএ থেকে আমরা দেখবো।’ 

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘১১ তারিখ হতে আমাদের গণপরিবহন চালু হবে। সিদ্ধান্ত অনুযায়ী যত সিট তত যাত্রী। পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচল করবে। এ জন্য মালিক, শ্রমিকসহ সবার সহযোগিতা কামনা করছি।’

 

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
বগুড়ায় শেখ হাসিনাসহ ৪০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
কাদের-হাছানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি
ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন