X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

সাগরে লঘুচাপ, ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৬:১১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৬:১১

মৌসুমি বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট  লঘুচাপের  প্রভাবে আকাশে সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলে এই বৃষ্টি আরও বাড়তে পারে এবং সারাদেশেই ভারী বৃষ্টি হতে পারে। নদী বন্দরের দিকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৌসুমি বায়ু এবং লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। নদীবন্দরে  ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটি যদি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়, তাহলে সংকেত বাড়তে পারে। তাই এখনও সমুদ্রবন্দরে সংকেত দেখাতে বলা হয়নি। ভারী বৃষ্টিরও সতর্কতা  এখনও দেইনি আমরা।’

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম,  উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে  উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু  বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এসবের প্রভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা,  বরিশাল  বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও  ঢাকা  বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।  

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ৭৬ মিলিমিটার। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৩, ময়মনসিংহে ৪, চট্টগ্রামে ২২, সিলেটে ২৫, খুলনায় ২ এবং বরিশালে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর,  রাজশাহী,  বগুড়া, পাবনা, টাঙ্গাইল,  ঢাকা, ফরিদপুর, যশোর,  কুষ্টিয়া, খুলনা,  বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,  সিলেট ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীনগর বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করা হবে: আদিলুর রহমান
শ্রীনগর বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করা হবে: আদিলুর রহমান
এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানুষের ঢল
এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানুষের ঢল
ভারতের বাঁধের প্রভাবে ‘বাংলাদেশের ক্ষয়ক্ষতি’ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি
ভারতের বাঁধের প্রভাবে ‘বাংলাদেশের ক্ষয়ক্ষতি’ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি
দুই প্রবাসীকে অপহরণ ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ 
দুই প্রবাসীকে অপহরণ ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ 
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়লো
উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়লো