X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দুই প্রবাসীকে অপহরণ ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৬:০৯আপডেট : ১৬ মে ২০২৫, ১৬:০৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের পুরাতন ফেরিঘাট এলাকায় সৌদি প্রবাসী দুই যাত্রীকে র‌্যাব পরিচয়ে অপহরণের পর টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। সে সময় জসিম শেখ ও সুজন খান নামে ওই দুই যাত্রীর কাছে থাকা ৩৬ লাখ ১০ হাজার টাকা অপহরণকারীরা নিয়ে মারধর করে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। 

ফেরিঘাট এলাকার বাসিন্দা সুমন মিয়া নামে এক ব্যব্তি জানান, একটি বাস থেকে দুই জন নামলে এখানে অপেক্ষমাণ একটি মাইক্রোবাসে ৫-৬ জন তাদের র‌্যাব পরিচয়ে নিয়ে যায়।

প্রবাসী জসিম শেখ বলেন, ‘আমরা দুই জন একসঙ্গে গতকাল সৌদি আরব থেকে এসে ঢাকায় কিছু রিয়াল ও স্বর্ণ ছিল, সেগুলো ক্যাশ করি। এরপর বাবুবাজার থেকে নোঙর পরিবহন নামে একটি বাসে করে বাড়িতে ফিরছিলাম। শ্রীনগরের ফেরিঘাট বাস থেকে নামলে একটি মাইক্রোবাসে থাকা ৫-৬ জন আমাদের র‌্যাব পরিচয় দিয়ে তুলে নেয়। তারা আমাদের কাছে থাকা ৩৬ লাখ ১০ হাজার টাকা নিয়ে মারধর করে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকায় সড়কের পাশে নামিয়ে দেয়। পরে শ্রীনগর থানায় এসে পুলিশকে বিষয়টি জানাই।’

এই বিষয়ে শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান, নোঙর পরিবহনে আসছিলেন শ্রীনগরের ভাগ্যকূল চারিপাড়ার কুদ্দস শেখের ছেলে জসিম শেখ এবং একই উপজেলার কবুতর খোলার মালেক খানের ছেলে সুজন খান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাসটি শ্রীনগরের পুরাতন ফেরি ঘাট এলাকায় থামলে তাদের তুলে নিয়ে কাছে থাকা বিরাট অংকের টাকা লুট করে নিয়ে তিন ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তারা থানায় এলে পুলিশ বিস্তারিত জানতে পারে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’ দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, দুই প্রবাসীকে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
রোহিঙ্গা যুবককে অপহরণের মূল হোতা পাহাড় থেকে গ্রেফতার
জামালপুরে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করলো যৌথ বাহিনী
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক