X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ইউএনও’র বাসভবনে হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২০:১১আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:০৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরিশালে ইউএনও’র সরকারি বাসভবনে যারা হামলা করেছে, তাদের কেউ ছাড় পাবে না। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সেখানে কার ভূমিকা কী ছিল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানী উচ্চবিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী সেখানে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, ‘যেকোনও অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। বরিশালের ঘটনায়ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হয়েছে। এ ঘটনায় কারও প্ররোচনা ছিল কিনা, তা মামলার তদন্ত শেষে জানা যাবে।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আড়িপাতার যন্ত্র বিক্রির জন্য ইসরায়েল সারা বিশ্বেই মার্কেটিং করে বেড়ায়। বাংলাদেশের সঙ্গে তাদের কখনোই বাণিজ্যিক চুক্তি ছিল না, এখনও নেই। ফলে এসব যন্ত্র কেনার প্রশ্নই আসে না। এসব আড়িপাতার যন্ত্র বাংলাদেশ কখনোই আমদানি করেনি, ভবিষ্যতেও করবে না।’ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কখনও মানবাধিকার লঙ্ঘন করেনি। কারণ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদস্য। এ কারণে মানবাধিকার সমুন্নত রাখতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছি।’

 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাক্ষাৎকার, ‘প্রোপাগান্ডা’ বলছে প্রেস উইং
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৯ ব্যাংক হিসাবের ১২ কোটি টাকা অবরুদ্ধ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ‘অবৈধপথে ভারতে গেছেন’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে