X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনাকালে শ্রমিকদের ২৫ শতাংশ হারে ঝুঁকি ভাতার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৬:৪৩আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:৪৩

যত দিন মহামারি করোনা ভাইরাস থাকবে, ততদিন পর্যন্ত শ্রমিকদের জন্য ২৫ শতাংশ হারে ঝুঁকি ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ইন্ডাস্টিয়াল বাংলাদশ কাউন্সিল-আইবিসি নামে একটি সংগঠন। একইসঙ্গে  গত ১ আগস্ট থেকে যারা লকডাউনের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও অতিরিক্ত কাজ করিয়েছে, সেসব কারখানার শ্রমিকদের অতিরিক্ত টাকা ওভারটাইম হিসেবে পরিশোধের দাবিও জানান তারা।

রবিবার (২২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আইবিসি’র সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন স্বপন বলেন, ‘কঠোর লকডাইন চলমান থাকা অবস্থায় হঠাৎ করে ৩০ ঘণ্টা আগে ১ আগস্ট পোশাক শিল্প খোলার ঘোষণা দেওয়ায় ঈদের ছুটিতে গ্রামে থাকা লাখ লাখ শ্রমিক অসহায় অবস্থার মধ্যে পড়েন। গণপরিবহন ও লঞ্চ বন্ধ থাকায় শ্রমিকরা ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া দিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে  ঢাকায় আসতে থাকেন। পোশাক শিল্পের মালিকদেরকে বিভিন্ন মহল থেকে ধিক্কার জানাতে থাকেন। পাশাপাশি সরকারের বিরুদ্ধেও ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে সরকার উদ্যোগী হয়ে ৩১ জুলাই রাত থেকে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন এবং লঞ্চ সার্ভিস চালু করার নির্দেশ দেয়।  তারপরও তাদের ভাড়া দিতে হয়েছে কয়েক গুণ বেশি। এ অবস্থায় শ্রমিকদের কর্মস্থল এলাকায় পৌঁছাতে তাদের মোট মাসিক বেতনের ৩০ থেকে ৩৫ শতাংশ খরচ হয়, যা অনেকেরই ঋণ করে সুদের বিপরীতে নিতে হয়েছে। শ্রমিকদের এই অতিরিক্ত ব্যয় পরিশোধের দ্বায়-দায়িত্ব মালিকদের ওপর বর্তায়।’

এ সময় বেশকিছু দাবি জানানো হয়। তাদের দাবির মধ্যে ছিল— ১ আগস্ট কারখানা খোলার পর যে সব কারখানা লকডাউনের  ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনে অতিরিক্ত কাজ করিয়েছে, সে সকল কারখানা শ্রমিকদেরকে অতিরিক্ত কাজের টাকা, ওভারটাইম হিসেবে পরিশোধ করতে হবে। যে সব কারখানা লকডাউনে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকদের মজুরি কর্তন করেছে, সে সব কারখানা কর্তৃপক্ষকে কর্তন করা মজুরির টাকা  ফেরত দিতে হবে। ঈদের ছুটির পর শ্রমিকদের কর্মস্থলে আসতে যে অতিরিক্ত টাকা ব্যয় হয়েছে, সেজন্য প্রত্যেক শ্রমিককে ৩ হাজার টাকা করে ক্ষতিপূরণ ভাতা পরিশোধ করতে হবে।

যতদিন পর্যন্ত করোনা থাকবে ততদিন পর্যন্ত শ্রমিকদেরকে বেতনের ২৫ শতাংশ ঝুঁকি ভাতা হিসেবে পরিশোধ করতে হবে। তবে যদি লকডাউনে শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়, তাহলে ওই শ্রমিকদের বেতনের ৫० শতাংশ ঝুঁকি ভাতা পরিশোধ করতে হবে।

ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা দূর করার মাধ্যমে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শ্রম অধিদফতর  এবং কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের  অবিলম্বে প্রত্যাহার করতে হইবে।

শ্রমিক নেতা এবং সাধারণ শ্রমিকদের নামে যে সসব মিথ্যা মামলা দায়ের হয়েছে, অবিলম্বে তা প্রত্যাহার করিতে হবে।

আইবিসি’র সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন স্বপনের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা আমিরুল হক আমিন, তৌহিদুর হমান, চায়না রহমান, ফুরদা আক্তার প্রমুখ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’