X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রেনে জবি শিক্ষার্থীকে পেটালেন অ্যাটেনডেন্ট

জবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ২২:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:৫৪

ট্রেনে টিকিট নিয়ে কথা কাটাকাটির জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে কাঠ দিয়ে পিটিয়ে আহত করেছেন অ্যাটেনডেন্ট। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাসান। তিনি জবির ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত রেলের অ্যাটেনডেন্টের নাম দেলোয়ার।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) চট্টগ্রাম থেকে ঢাকগামী তূর্ণা এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মামলা করতে ঢাকা রেলওয়ে থানায় উপস্থিত হলে পুলিশের হস্তক্ষেপে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বোঝাপড়া হয়েছে।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমার সোনার বাংলা ট্রেনের টিকেট ছিল। কিন্তু ট্রেন মিস করার কারণে আমি রাতের তূর্ণা ট্রেনে উঠি এবং পরে টিটি এলে তার সঙ্গে কথা বললে উনি আমাকে থাকার অনুমতি দেন। বগিতে একটা সিট খালি ছিল, আমি সেখানে বসি। পরে কুমিল্লার আগে ট্রেন থামলে উনি টাকা নিয়ে লোক বসাতে চান আমার সিটে। টিকিটের লোক আসছে কি-না জানতে চাইলে উনি গায়ে হাত দিয়ে দেন। শার্টের কলার ধরে টানাটানি শুরুর পর আমি প্রতিবাদ করলে বাবা-মা তুলে গালাগালি শুরু করেন। একপর্যায়ে উনি আমার কলার ধরে টানতে টানতে পুলিশের ডিউটি অফিসারের কাছে নিয়ে যান। সেখানে কথা বলার একপর্যায়ে কাঠ দিয়ে আমার পায়ে আঘাত করেন। পরে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসে।’

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘আমার আঘাতটা গুরুতর ছিল না। হালকা স্কেচ হলেও এক্সরে স্বাভাবিক এসেছে। এছাড়াও থানায় আসার পর তিনি ক্ষমা চান, ক্ষতিপূরণ হিসেবে চিকিৎসা খরচ দেওয়ার আশ্বাস দেন। উনি বয়স্ক মানুষ হওয়ায় মানবিক বিবেচনায় পরে মামলা করিনি।’

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, ‘ছেলেটা যেখানে বসেছিল, নতুন যাত্রী উঠলে তাকে উঠতে বললে কথা কাটাকাটি হয়। অ্যাটেনডেন্ট অতিরঞ্জিত করেছে। উভয়পক্ষ থানায় এসেছিল। আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে। উনি বয়স্ক মানুষ, অনুতপ্ত হয়েছেন, ছেলের বয়সী হিসেবে ক্ষমাও চেয়েছেন।’

এ বিষয়ে জবির প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘ঘটনা জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে আমি কথা বলেছি। ওই লোক ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবেন না। এছাড়াও সন্তান হিসেবে ছাত্রের চিকিৎসার দায়িত্ব নেবেন বলে জানান। ওনার চাকরি আর দুই বছর আছে। বয়স্ক লোক বিবেচনায় ওরা আর মামলা করেনি।’

/এফআর/
সম্পর্কিত
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
সর্বশেষ খবর
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী