X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেতন-ভাতার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন স্টাইল ক্রাফ্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী। এ সময় তারা ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধ করেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পাশে লক্ষ্মীপুরা এলাকার ওই কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন।

তারা জানান, তাদের বিক্ষোভের মুখে বকেয়া আংশিক পরিশোধ করে গত ঈদুল আজহার আগে কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। এখানে চার হাজারের বেশি শ্রমিক ও সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বুধবার থেকে কারখানাটি চালু হওয়ার কথা ছিল। এ দিন কর্মকর্তা-কর্মচারীদের গত বছরের ডিসেম্বর মাসের বেতন এবং  শ্রমিকদের গত জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু ভোরে কর্তৃপক্ষ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করে কারখানা ফটকে নোটিশ টানিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তারা সকালে কাজে যোগ দিতে কারখানায় আসেন। তারা কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল সোয়া ৮টার দিকে তারা কারখানার সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কের উভয় দিকে অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরেনি। পরে পুলিশের সঙ্গে শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দের আলোচনার পর পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয় এবং বিজিএমইএ’র কর্মকর্তাদের আলোচনার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়।

/এফআর/
সম্পর্কিত
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!